চিকেন বিরিয়ানি (কুকারে)(chicken biyani recipe in Bengali)

Sujata Mandal
Sujata Mandal @cook_20684303

চিকেন বিরিয়ানি (কুকারে)(chicken biyani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. ১কিলো চিকেন
  2. ৩০০ গ্ৰাম দেরাদুন চাল (২বাটি চাল)
  3. ১ ০০ গ্ৰাম দই
  4. স্বাদমতো লবণ
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচবিরিয়ানি মশালা
  7. ২ টো লবঙ্গ
  8. ১ টুকরোদারচিনি
  9. ২৫০ গ্ৰাম পেঁয়াজ
  10. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  11. ২চা চামচগরম মশালা
  12. ২ টেবিল চামচধনে,জিরে গুঁড়ো
  13. ২টোআলু
  14. পরিমাণ মত ঘি
  15. পরিমাণ মতজাফরান/ মিঠা আতর
  16. ১ চা চামচকেওড়ার জল
  17. ১০টা + ১০ টাকাজু , কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চিকেন নুন,হলুদ,গরম মশালা,বিরিয়ানি মশালা,দই,জিরে ধনে গুড়ো,সরষের তেল,লঙ্কাগুড়ো,আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে ২-৩ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে তাতে লবঙ,এলাচ দারচিনি দিতে হবে এরপর এতে পেয়াজকুচি দিতে হবে পেয়াজ লাল হয়ে এলেআলু আর ম্যারিনেট করা চিকেন দিতে হবে। এরপর চিকেন ঢাকা দিয়ে দিয়ে কসতে হবে।

  3. 3

    চাল ভাল করে ধুয়ে নিতে হবে এরপর অন্য কড়াই গ্যাসে বসিয়ে ঘি দিয়ে চাল ভালো করে ভেজে নিতে হবে ।কাজু,কিশমিশ ভেজে নিতে হবে।

  4. 4

    চিকেন সিদ্ধ হয়ে গেলে কড়াই গ্যাস থেকে নামিয়ে দিতে হবে।এরপর কুকারে যত চাল তার দুগুন (২বাটি চালে ৪বাটি জল) জল,কেওড়ার জল,মিঠা আতর ২-৩ ফোটা,৪ টে ডিম সেদ্ধ,ভাজা চাল,ভাজা কাজু, কিশমিশ,কড়াইয়েরচিকেন,বরিয়ানি মসালা,গরম মসালা দিয়ে কুকারের ঢাকা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে ।কুকারে ১সিটি দিলেই গ্যাস বন্ধ করে দিতে হবে ।৩০ মিনিট পরে কুকারের ঢাকা খুলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujata Mandal
Sujata Mandal @cook_20684303

Similar Recipes