মুড়িঘন্ট(muri ghonto recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#জামাইষষ্ঠী
#মাছের রেসিপি
মাছের মাথা যখন গোবিন্দভোগ আতপের সঙ্গে মিশে পোলাও এর স্বাদ তৈরি করে তখন সে তার সীমারেখা অতিক্রম করে স্বর্গীয় স্বাদ এনে দেয় আমাদের রসনা-সুখে😊 যার রেশ রয়ে যায় বহুদিন।জামাই এর জন্য ষষ্ঠীতে এ হেন ডিশ থাকবে না তা কখনও হয় নাকি!

মুড়িঘন্ট(muri ghonto recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
#মাছের রেসিপি
মাছের মাথা যখন গোবিন্দভোগ আতপের সঙ্গে মিশে পোলাও এর স্বাদ তৈরি করে তখন সে তার সীমারেখা অতিক্রম করে স্বর্গীয় স্বাদ এনে দেয় আমাদের রসনা-সুখে😊 যার রেশ রয়ে যায় বহুদিন।জামাই এর জন্য ষষ্ঠীতে এ হেন ডিশ থাকবে না তা কখনও হয় নাকি!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৩জন
  1. ২০০গ্রাম গোবিন্দভোগ আতপ চাল
  2. ১টা বড় কাতলা মাছের মাথা
  3. ১টেবিল চামচ কাজু বাদাম
  4. ১চা চামচ কিসমিস(ইচ্ছেমতো)
  5. ২টি করে এলাচ-লবঙ্গ
  6. ১টি বড় টুকরো দারচিনি
  7. ১টি শুকনোলঙ্কা(ফেঁড়ে)
  8. ২টি তেজপাতা
  9. ১/৩ চা চামচ গোটা জিরে
  10. ১টি ছোট টমেটো কুচি
  11. ৩টি কাঁচালঙ্কা(চেরা)
  12. ১চা চামচ করে আদা ও রসুন বাটা
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ২চা চামচ চিনি
  16. ১/৩ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  17. ১/৪ চা চামচ গরম মশলার গুঁড়ো
  18. ১/২ চা চামচ ঘি
  19. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    গোবিন্দভোগ আতপ ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    মাছের মাথা দু'খন্ড করে কেটে নুন-হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে একটু কড়া করে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যেতে পারে।

  3. 3

    কড়াইএ বাকি মাছ-ভাজা তেলেই কাজু-কিসমিস ভেজে নিতে হবে লাল করে।

  4. 4

    ৪পলা মতো তেল কড়াইএ রেখে বাকি তেল তুলে নিতে হবে।জিরে-তেজপাতা-শুকনোলঙ্কা,থেঁতো করা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চাল ভেজে নিতে হবে ২-৩মিনিট।ভাজা যেন খুব বেশি না হয় বা রঙ বদল না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।

  5. 5

    এবারে টমেটো কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।

  6. 6

    টমেটো গলে গেলে গ্যাসের পাওয়ার বাড়িয়ে জিরে-আদা বাটা এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে একটুক্ষণ।

  7. 7

    এবারে স্বাদ অনুযায়ী নুন ও পরিমান মতো হলুদ, চিরে রাখা কাঁচালঙ্কা দিয়ে চালের ডাবল জল দিতে হবে এর মধ্যে।গ্যাসের পাওয়ার বাড়িয়ে ফুটতে দিতে হবে।

  8. 8

    জল কমে আসলে মাছের মাথা ভেঙে টুকরো করে,ভেজে রাখা কাজু-কিসমিস ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে(গ্যাসের পাওয়ার সিমে রেখে) একটা ঢাকাচাপা দিতে হবে কড়াই এর উপর।এভাবে থাকবে ৪-৫মিনিট।

  9. 9

    মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়ে আসতে হবে।দেখে নিতে হবে চাল সেদ্ধ হয়েছে কিনা।

  10. 10

    চাল সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে গ্যাসের পাওয়ার বাড়িয়ে একে একেবারে ঝরঝরে করে নিতে হবে।

  11. 11

    হয়ে গেলে গ্যাস বন্ধ করে ১/২চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট।তারপর ঢাকা খুলে সারভিং বৌলে ঢেলে পরিবেশন করতে হবে গরম গরম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes