ইলিশ বিরিয়ানী (hilsha biriyani recipe in Bengali)

নিবেদিতা মল্লিক
নিবেদিতা মল্লিক @cook_19984795

ইলিশের এই রাজকিয় পদটি বাংলাদেশের রান্না, বাংলাদেশে এটি বহুপ্রচলিত ও স্বাদে, গন্ধে অতুলনিও , প্রণালীটি আমার নিজস্ব
থিম : মাছের রেসিপি #ফেব্রুয়ারী২

ইলিশ বিরিয়ানী (hilsha biriyani recipe in Bengali)

ইলিশের এই রাজকিয় পদটি বাংলাদেশের রান্না, বাংলাদেশে এটি বহুপ্রচলিত ও স্বাদে, গন্ধে অতুলনিও , প্রণালীটি আমার নিজস্ব
থিম : মাছের রেসিপি #ফেব্রুয়ারী২

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৪৫ মিনিট
৪ জন
  1. ৪০০ গ্রাম ইলিশ মাছ
  2. ২ (১+১)চা চামচ গোটা ধনে
  3. ৬ টি (৩ +৩) গোটা শাহি মরিচ
  4. ১ (১/২+১/২) চা চামচ শাহিজিরা
  5. ৬ টি (৩+৩) ছোট কাঠি দারচিনি
  6. ৪ টি (২+২) ছোট এলাচ
  7. ৪ টি (২+২) লবঙ্গ
  8. ২ টি (১+১) বড় এলাচ
  9. ১/২ (১/৪ +১/৪) জায়ফল
  10. ৪ টি (২+২) ছোট শাখা জৈয়িত্রী
  11. ১ টি তেজপাতা
  12. ১ চা চামচ হলুদ(মাছের ভাজার জন্য)
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. ২ টেবিল চামচ সাদা তেল
  15. ১ টেবিল চামচ সর্ষের তেল
  16. ১/২ টেবিল চামচ ঘী
  17. ২ টি (১+১) ছোট স্টার এ্যানি
  18. ১ (১/২ + ১/২) চা চামচ গোটা জিরা
  19. ৬ টি (৩+৩) গোটা গোলমরিচ
  20. ৫০০ গ্রাম সুগন্ধি বাসমতি আতপ চাল (ধুয়ে জল ঝরানো)
  21. ১ চিমটি কেশর গরম দুধে ভিজানো
  22. ১ চা চামচ কেওড়া জল
  23. ২ চা চামচ গোলাপজল
  24. ৪ ফোঁটা মিঠা আতর
  25. ১ টি (১/৪+১/৪+১/২) বড় পিঁয়াজ কুচি
  26. ১/২ চা চামচ আদাবাটা
  27. ৬ টি (৩+৩) কাবাব চিনি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৪৫ মিনিট
  1. 1

    নুন হলুদ মাখিয়ে মাছ হালকা ভেজে নিন শর্ষের তেলে, সাদা তেল ও ঘী দিন কড়াইয়ে তাতে ১/৪ পিঁয়াজকুচি বেরেঁস্তা করে নিন

  2. 2

    হলুদ ও তেজপাতা বাদে বাকি সব মশলা শুকনো তাওয়ায় নেড়ে নিন মধ্যম আঁচে যতখন না সুগন্ধ বার হচ্ছে, এই পরিমানণের অর্ধেক যেমনটি উপকরণে লিখিত মিক্সারে গুঁড় করে নিন, বাকি অর্ধেক গোটা মশলা,তেজপাতা ও ১/৪ পিঁয়াজ কুচি একটি পরিষ্কার কাপড়ের পুঁটুলি বেঁধে রাখুন

  3. 3

    এই মশলার পুঁটুলি, চাল, জল, নুন, তেল দিয়ে ভাত বসান, চালের উচ্চতার থেকে জল এক কড় বেশী রাখবেন, ভাত ঝরঝরে করে নামান

  4. 4

    বেরেঁস্তার পর ঐ তেল ও ঘীতে বাকি ১/২ পিঁয়াজ কুচি আদাবাটা দিয়ে ভালো করে কষে গুঁড় মশলা দিয়ে ভাজা মাছগুলি দিয়ে উল্টে পাল্টে রাঁধুন

  5. 5

    এবার প্রথম স্তরে ভাত, তার উপর মশলা সমেত মাছ, আবার ভাত ও তার উপর মাছ এই ভাবে তিনটি স্তরে দেবার পর শেষে ভাত দিয়ে চাপা দিন

  6. 6

    ভাতের উপরে পিঁয়াজ বেরেঁস্তা ছড়িয়ে দুধে গোলা কেশর,গোলাপজল, কেওড়াজল, মিঠা আতর সব উপরে ছড়িয়ে বাসনের মুখ থালা দিয়ে বন্ধ করুণ, থালার উপরে ভারি জিনিস চাপিয়ে সব সুদ্ধু একটি বড় কড়াতে জল দিয়ে ভাতের বাসনটি চাপা সমেত দমে আধ ঘন্টার জন্য বসিয়ে দিন, কড়ার উপরে চাপা দিন, ঢিমে আঁচে রাখুন

  7. 7

    আধ ঘন্টা পর আঁচ বন্ধ করে আরো ১৫ থেকে ২০ মিনিট ঐ ভাবেই দমে থাকবে, এরপর গরম গরম পরিবেশন করুণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
নিবেদিতা মল্লিক

Similar Recipes