চিকেন মোমো (chicken momo recipe in bengali)

Sujata Mandal
Sujata Mandal @cook_20684303

চিকেন মোমো (chicken momo recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ -৫০ মিনিট
  1. ৫০০ গ্ৰামচিকেন
  2. ৩০০ গ্ৰামময়দা
  3. ২টোপেঁয়াজ বড়
  4. ১ গাঠারসুন(চিকেনের জন্য)
  5. ৪টৈকাঁচা লঙ্কা
  6. ১টেবিল চামচগরম মসালা
  7. ৪টে টমেটো
  8. ১০ টা শুকনো লঙ্কা
  9. ৮ কোয়া রসুন (চাটনির)
  10. ৪টেবিল চামচ সরষের তেল
  11. স্বাদমতোনুন
  12. ২ চা চামচচিনি
  13. ২ চা চামচআদা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০ -৫০ মিনিট
  1. 1

    ময়দা নুন দিয়ে মেখে রাখতে হবে।

  2. 2

    চিকেন সেদ্ধ করতে হবে ।সেদ্ধ করার সময় নুন দিতে হবে।

  3. 3

    চিকেন সেদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে গেলে চিকেন গুলো হাতে করে চটকে পিসগুলো ছোটো ছোটো করে নিতে হবে।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেয়াজ কুচি,আদা কুচি,রসুন কুচি,লঙ্কাকুচি দিয়ে একটু ভেজে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে গরম মসালা দিয়ে গ্যাস থেকে চিকেন নামিয়ে দিতে হবে।

  5. 5

    এবার ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে লুচির মত বেলে তার মধ্যে চিকেন পুর ভরে মোমো ডিজাইন করে লুচির মুখ বন্ধ করে দিতে হবে।

  6. 6

    এরপর কড়াইয়ে জল দিয়ে তার উপরে ফুটো ফুটো থালা দিয়ে তার উপরে মোমো গুলো দিয়ে তার উপরে ঢাকা দিয়ে ২০ মিনিট ভাপিয়ে নিয়ে নামিয়ে দিলেই মোমো তৈরি হয়ে যাবে।

  7. 7

    চাটনি #টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে করে নিয়ে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে গ্ৰাইন্ড করে নিতে হবে।

  8. 8

    এরপর কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে পেয়াজ কুচি,রসুন কুচি দিয়ে লাল করে ভেজে তার মধ্যে টমটো পেস্ট,নুন আর চিনি দিয়ে৫ মিনিট ফুটিয়ে নামিয়ে দিয়ে মোমোর সাথে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujata Mandal
Sujata Mandal @cook_20684303

Similar Recipes