পালক পনির (Palak Paneer recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

এটি উত্তর প্রদেশের একটি সুন্দর স্বাদের জনপ্রিয় রেসিপি | পালংশাক ও পণির দিয়ে তৈরী সাধারণ উপাদানে অসাধারণ রেসিপি | ভিটামিনে ভরপুর এই রেসিপিটি ছোট বড় সবারই ভালো লাগবে |

পালক পনির (Palak Paneer recipe in Bengali)

এটি উত্তর প্রদেশের একটি সুন্দর স্বাদের জনপ্রিয় রেসিপি | পালংশাক ও পণির দিয়ে তৈরী সাধারণ উপাদানে অসাধারণ রেসিপি | ভিটামিনে ভরপুর এই রেসিপিটি ছোট বড় সবারই ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১আঁটি টাটকা পালং শাক
  2. ২০০ গ্রাম পনির
  3. ১টি পেঁয়াজ কুচি
  4. ৩-৪টি কাঁচা লংকা
  5. ১টুকরা আদা
  6. ৪-৫ কোয়া রসুন
  7. ২ চা চামচ কসুরি মেথি
  8. ১টি টমেটো কুচি
  9. ৪-৫ চা চামচ ফ্রেসশ ক্রিম
  10. ২চা চামচ মাখন
  11. ২ চা চামচ সাদা তেল
  12. ২টি ছোট এলাচ থেঁতো
  13. ৪টি লবঙ্গ
  14. ১টুকরো দারচিনি
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ২ চা চামচ নুন
  17. ১চিমটি চিনি
  18. ১ চা চামচ গোটা জিরা
  19. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পালংশাক ধুয়ে জল ছেঁকে প্যানে জল বসিয়ে ১ মিনিট মত সেদ্ধ করে,তুলে নিতে হবে ৷ এবার সেটা ঠাণ্ডা জলে দিয়ে জল চিপে পেস্ট করতে হবে | একটুকরা আদা কুচি, ২টা কাঁচা লংকা ২টি লবঙ্গ ৪ কোয়া রসুন ও নুন দিয়ে পেস্ট হবে |

  2. 2

    এরপর গ্যাসে প্যান বসিয়ে১ চা চামচ মাখন দিয়ে পনির টুকরা গুলি নুন দিয়ে হাল্কা ভেজে তুলে রাখতে হবে |

  3. 3

    সব মশলা,তেল, ইত্যাদি উপকরণ গুলি এক জায়গায় গুছিয়ে নিতে হবে |

  4. 4

    এরপর ঐ প্যানেই ২ চা চামচ সাদা তেল দিয়ে তাতে জিরা গোটা গরম মশলা থেঁতো, কসুরী মেথি ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিতে হবে ।তারপর একে একে পালক পেস্ট, ২ চা জল, নুন, চিনি দিয়ে নেড়ে গ্রেভিটাএকটু ঘন হলে ভাজা পনির দিয়ে নেড়ে ৫ মিনিট রান্না হতে দিতে হবে | এরপর গরম মশলার গুঁড়ো, ক্রাশ করা কসৌরীমেথি ও ক্রিম ছড়িয়ে রান্নাটা নামিয়ে নিতে হবে ।

  5. 5

    এরপর পরিবেশনের পালা | পরিবেশনপাত্রে গরম গরম পালক পনির দিয়ে ওপর দিয়ে ১ চা চামচ মাখন সাজিয়ে রাইস,পরোটা বা নানরুটির সাথে পরিবেশন করতে হবে | বাড়িতে অতিথি আপ্যায়নে ভেজ আইটেম হিসাবে এটি বেশ সুস্বাদু রেসিপি | আশা করি সবারই ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes