পমফ্রেট ফ্রাই (Pomfret fry recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#পূজা 2020
এই রেসিপিটি পমফ্রেট মাছ ও সামান্য কিছু সাধারণ মশলা দিয়ে বানানো অসামান্য স্বাদের একটি রেসিপি | ছোট বড় সবারই ভাল লাগবে ৷

পমফ্রেট ফ্রাই (Pomfret fry recipe in Bengali)

#পূজা 2020
এই রেসিপিটি পমফ্রেট মাছ ও সামান্য কিছু সাধারণ মশলা দিয়ে বানানো অসামান্য স্বাদের একটি রেসিপি | ছোট বড় সবারই ভাল লাগবে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘ.১০ মিনিট
২ জন
  1. ২টি পমফ্রেট মাছ
  2. ২ চা চামচ লেবুর রস
  3. ২ চা চামচ ধনেপাতা কাঁচালংকা পেস্ট
  4. ২ চা চামচ আদা রসুন পেস্ট
  5. ১ চা চামচ তন্দুরি মশলা
  6. ২চা চামচ বেসন
  7. ২ চা চামচ নুন
  8. ১ চা চামচ কাশ্মিরী লংকা
  9. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ২ চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘ.১০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ পরিস্কার করে ধুয়ে দুদিক চিরে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে |

  2. 2

    এরপর একটি পাত্রে লেবুর রস, আদা রসুন পেস্ট,ধনে পাতা কাঁচালংকার পেস্ট, হলুদ নুন বেসন লংকা ও তন্দুরী মশলা মেশাতে হবে | তারপর সেই মশলাটা ভাল করে মাছ দুটির গায়ে মাখিয়ে এবং বাড়তি মশলা মাছের ভেতর ঢুকিয়ে ১ঘন্টা ম্যারিনেট করে রাখ তে হবে |

  3. 3

    এরপর ফ্রাই প্যানে ২ চামচ সঃ তেল দিয়ে মাছ প্রথমে হাই ফ্লেমে ৫ মিনিট ও পরে লো ফ্লেমে ৫ মিনিট ফ্রাই করতে হবে |

  4. 4

    ফ্রাই হয়ে গেলে,এরপর কাসুন্দি ও স্যালাড সহযোগে গরম গরম পমফ্রেট ফ্রাই পরিবেশন করতে হবে | ভাত / রাইস /স্ন্যাক্স / বা স্টার্টার হিসাবে ও এটি খাওয়া চলে |আমি এই রেসিপিটি স্ন্যাক্স হিসাবে তৃতীয়ার বিকালে দুর্গা পুজায় পরিজনদের এটি পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes