চিলি চিকেন(Chilli chicken recipe in Bengali)

Jhuma Biswas
Jhuma Biswas @cook_27911324

চিলি চিকেন(Chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 400 গ্রামবোনলেস চিকেন
  2. 2 টো পেঁয়াজ চৌকো করে কাটা
  3. 1টা বড় ক্যাপ্সিকাম চৌকো করে কাটা
  4. 6 টাকাঁচা লঙ্কা কুচি
  5. 2টোডিম
  6. 1/2 কাপকর্নফ্লাওয়ার
  7. 1/2 কাপময়দা
  8. 1টেবিল চামচ আদা বাটা
  9. 1টেবিল চামচ রসুন বাটা
  10. 1টেবিল চামচ রসুন কুচি
  11. 1টেবিল চামচ টমোটো সস
  12. 2টেবিল চামচ সোয়া সস
  13. পরিমান মতো রিফাইন্ড তেল
  14. স্বাদমতো নুন
  15. 1টেবিল চামচ ভিনিগার
  16. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  17. 1টেবিল চামচ রেড চিলি সস
  18. 1টেবিল চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে লেবুর রস গোলমরিচ মাখিয়ে 30 মিনিট রাখতে হবে

    30 মিনিট বাদে আদাবাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার ময়দা অল্প সয়া সস মাখিয়ে 30 মিনিট রাখতে হব

  2. 2

    কড়াতে তেল গরম করে চিকেন গুলো ভাল করে ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    ওই তেলে পেঁয়াজ ক্যাপ্সিকাম দিয়ে একটু ভেজে বাকি সমস্ত সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে চিকেন গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নামাবার আগে রসুন কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhuma Biswas
Jhuma Biswas @cook_27911324

মন্তব্যগুলি

Similar Recipes