মুগের পুলি (muger puli recipe in Bengali)

Adv Suravi Paul
Adv Suravi Paul @cook_28608450

#KD

মুগের পুলি (muger puli recipe in Bengali)

#KD

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ১৫ মিনিট
৫ জন
  1. ২৫০ গ্রাম মুগ ডাল
  2. ৩০০ গ্রাম আখের গুর
  3. ১ মুঠো ময়দা
  4. ১টা নারিকেল কোরানো
  5. ১ চিমটে নুন
  6. ২৫০ গ্রাম চিনি
  7. ১ লিটার জল
  8. ২ টা এলাচ
  9. ২৫০ গ্রাম রিফাইন অয়েল
  10. ১০০ গ্রাম ঘী
  11. স্বাদমতোগুড় বা চিনির রস
  12. পরিমাণ মতোমুগ ডালের মন্ড
  13. পরিমাণমতোনারিকেল ‍গুরের পাক

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ১৫ মিনিট
  1. 1

    গুর চিনির রসের জন্য ১ টি সসপ্যানে ১ লিটার জল নিয়ে তাতে ৫০ গ্রাম গুর এবং ২৫০ গ্রাম চিনি ২ টি এলাচি দিয়ে জাল করতে হবে। রস টি হাতে নিয়ে ১ তার ঘনত্ব হবার আগে নামিয়ে নিতে হবে।

  2. 2

    করাই এ নারিকেল এবং বাকি ২৫০ গ্রাম গুর সহজোগে কম আঁচে বসিয়ে পাক আসা পর্যন্ত নারতে হবে।হাতে নিয়ে নারির মতো গোল পেকে গেলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    মুগ ডাল করাই তে হালকা ভেজে প্রেসার কুকার ‌এ একটু নুন দিয়ে ৪ টে সিটি দিয়ে শুকনো করে সেদ্ধ করে নিতে হবে।এরপর সেদ্ধ মুগ ডাল অল্প গুর আর ময়দা দিয়ে মেখে মন্ড বানিয়ে নিতে হবে।

  4. 4

    মুগ ডালের মন্ড গুলো হাত দিয়ে লেচি কেটে তাতে নারিকেলের পুর ভরে পুলির আকারে গড়তে হবে।

  5. 5

    এরপর করাই তে তেল ও ঘি সহজোগে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে পুলি গুলো ডুবো তেলে লাল করে ভেজে নিতে হবে।

  6. 6

    সবশেষে ভাজা হয়ে গেলে পুলি গুলি রসে ডুবিয়ে কম আঁচে একটু ফোঁটাতে হবে। তৈরি হয়ে যাবে স্বাদে গন্ধে ভরপুর সকলের প্রিয় মুগের পুলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Adv Suravi Paul
Adv Suravi Paul @cook_28608450

মন্তব্যগুলি

Similar Recipes