মিক্স ফ্রাইড রাইস(mixed fried rice recipe in bengali)

Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

#wd আমার জীবনে প্রিয় মহিলা আমার মা আমি আমার মা কে দেখে সবটা শিখেছি আর তাই আমি আমার মার জন্য এই ডিশ টি রান্না করেছি।

মিক্স ফ্রাইড রাইস(mixed fried rice recipe in bengali)

#wd আমার জীবনে প্রিয় মহিলা আমার মা আমি আমার মা কে দেখে সবটা শিখেছি আর তাই আমি আমার মার জন্য এই ডিশ টি রান্না করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
১জনের জন্য
  1. ১কাপবাসমতি চাল
  2. পরিমান মতগরম জল
  3. ২টেবিল চামচঘি
  4. স্বাদমতোনুন
  5. ২চা চামচচিনি
  6. ২ টোতেজপাতা
  7. ২চা চামচসাদাতেল
  8. প্রয়োজন মতবিন্স অল্প
  9. ১টাগজর কুচি
  10. ১ টাক্যাপ্সিকাম
  11. প্রয়োজন মতকড়াইশুঁটি
  12. পরিমাণ মতোপিঁয়াজকলি
  13. ১০০গ্রামকুচ চিংড়ি
  14. ২টোডিম
  15. ২চা চামচগরম মশলা গুুঁড়ো
  16. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  17. ৫/৬টি কাজু
  18. ৫/৬কিসমিস
  19. ১চা চামচটমেটো সস
  20. ১চা চামচচিলি সস

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে সব্জি গুলো ভালো করে কেটে নিতে হবে।তার পর কড়াইতে তেল গরম করেনিতে হবে সব্জিগুল নুন,চিনি দিয়ে ভেজে নিতে হবে ভালো করে।যাতে কাঁচা না থাকে।

  2. 2

    তারপর করাইতে নুম হলুদ গুর দিয়ে কুচ চিংড়ি গুলো ভেজে নিতে হবে,ডিম গুলো ঝুরো করে ভেজে নিতে হবে,সব মিক্স করে একসাথে তেল এ নেড়ে হবে ভালো করে।

  3. 3

    20 মিনিট আগে চাল ভিজিয়ে রাখতে হবে যাতে ভাত টা ভাল হয়।তারপর গরম জলে বয়েল করে নিতে হবে দেখতে হবে যাতে ঝুরো ঝুরো হয় ভাত গুলো।কড়াইতে ঘি গরম করে কাজু,কিচমিচ,তেজপাতা দারচিনি দিয়ে হাল্কা ভেজে নিতে হবে।নিয়ে ভাতের সাথে মিক্স করে দিতে হবে।

  4. 4

    তার পর সব ভেজে রাখা উপাদান গুলো রাইস এর সাথে মিক্স করে দিতে হবে দিয়ে গরম মশলা গুর আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

Similar Recipes