ম্যাগি নুডলস কাস্টার্ড(Maggi Noodles Custard recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#দোলের
দোলের উৎসব মানে মিষ্টি সাথে ঠান্ডাই, যেন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। হোলির উৎসবে মিষ্টি মুখ তো করাতে হবে। ঠান্ডাই নাই বা হলো। আর সেই মিষ্টি যদি একটু ভিন্ন ধরনের হয় তবে তো কথাই নেই। হ্যাঁ আমি তৈরি করেছি ম্যাগি নুডুলস কাস্টার্ড। দারুণ টেস্ট। একবার তৈরী করেই নয় দেখো। এক বার খেয়ে দেখো বার বার খেতে মন চাইবে।
ম্যাগির উৎস 1832 সালে সুইজারল্যান্ডের উদ্যোক্তা জুলিয়াস মাইকেল জোহানস ম্যাগি নিজের নামের আদলে ম্যাগি ব্যান্ডের সূচনা করেছিলেন।

ম্যাগি নুডলস কাস্টার্ড(Maggi Noodles Custard recipe in bengali)

#দোলের
দোলের উৎসব মানে মিষ্টি সাথে ঠান্ডাই, যেন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। হোলির উৎসবে মিষ্টি মুখ তো করাতে হবে। ঠান্ডাই নাই বা হলো। আর সেই মিষ্টি যদি একটু ভিন্ন ধরনের হয় তবে তো কথাই নেই। হ্যাঁ আমি তৈরি করেছি ম্যাগি নুডুলস কাস্টার্ড। দারুণ টেস্ট। একবার তৈরী করেই নয় দেখো। এক বার খেয়ে দেখো বার বার খেতে মন চাইবে।
ম্যাগির উৎস 1832 সালে সুইজারল্যান্ডের উদ্যোক্তা জুলিয়াস মাইকেল জোহানস ম্যাগি নিজের নামের আদলে ম্যাগি ব্যান্ডের সূচনা করেছিলেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4 সারভিংস
  1. 1/2 লিটারদুধ
  2. 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার
  3. 1/4 কাপকনডেন্স মিল্ক
  4. 1/2 টেবিল চামচ এলাচ গুঁড়ো
  5. 1 টা ছোট ম্যাগির প্যাকেট
  6. 4-5 টাআমন্ড
  7. 5-6 টাপেস্তা
  8. 4-5 টাকিসমিস

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্যানে দুধ গরম করতে হবে।

  2. 2

    দুধ গরম হবার আগে 1/2 কাপ দুধ নিয়ে তারমধ্যে কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে।

  3. 3

    দুধ ঘন হয়ে এলে ম্যাগি ভেঙ্গে টুকরো করে দিতে হবে। 2 মিনিট ফোটাতে হবে।

  4. 4

    ম্যাগি নরম হলে কনডেন্স মিল্ক দিতে হবে।

  5. 5

    দুধে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিতে হবে।

  6. 6

    মিডিয়াম লো ফ্লেমে 2 মিনিট রান্না করতে হবে। এলাচ গুঁড়ো দিতে হবে। ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  7. 7

    একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে কমকরে 2/3 ঘন্টা ।

  8. 8

    পরিবেশনের আগে ছোট ছোট পাত্রে নিয়ে উপর থেকে আলমন্ড কুচি, পেস্তা কুচি ও কিচমিচ দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes