মুরগির ঝোল (Moorgir jhol recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

#ebook06
#week3
এই সপ্তাহের জন্য বেছে নিলাম মাংসের ঝোল।
সাদাভাত দিয়ে খাবার জন্য মুরগির ঝোল সহজপাচ্য ও সুস্বাদু একটি পদ।।

মুরগির ঝোল (Moorgir jhol recipe in Bengali)

#ebook06
#week3
এই সপ্তাহের জন্য বেছে নিলাম মাংসের ঝোল।
সাদাভাত দিয়ে খাবার জন্য মুরগির ঝোল সহজপাচ্য ও সুস্বাদু একটি পদ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  3. ২ টেবিল চামচ আদা ও রসুন বাটা
  4. ১ টি বড় টমেটো কুচি
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১ চা চামচ গরম মশলা গুঁড়া
  10. ১/২ চা চামচ চিকেন মশলা
  11. ১/২ কাপ সাদা তেল
  12. ১ চা চামচ গোটা জিরে
  13. ১ গ্লাস জল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  2. 2

    এবার আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি,লঙ্কাবাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো দিয়ে কষতে হবে।

  3. 3

    এবার চিকেন গুলো দিয়ে মিডিয়াম ফ্লেম রেখে কষাতে হবে।

  4. 4

    ৫-৬ মিনিট পর, চিকেনটা কষা হলে অল্প জল দিতে হবে,গোটা কাঁচালঙ্কা গুলো দিতে হবে। আবার ঢাকা দিতে হবে।

  5. 5

    এবার ঢাকা খুলে চিকেন সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

Similar Recipes