ম্যাঙ্গো ফিরনি(Mango firni recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#jamai2021
জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি আম দিয়ে ফিরনি করেছি। এটা খেতে খুব সুন্দর হয়।আমার পরিবারে সবাই খুব ভালোবাসে।

ম্যাঙ্গো ফিরনি(Mango firni recipe in bengali)

#jamai2021
জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি আম দিয়ে ফিরনি করেছি। এটা খেতে খুব সুন্দর হয়।আমার পরিবারে সবাই খুব ভালোবাসে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ টা পাকা আম
  2. ১/৪ কাপ গোবিন্দ ভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি
  3. ১/২ লিটার দুধ
  4. ৪ চা চামচ চিনি
  5. ১ টা ছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আম টা খোসা ছাড়িয়ে নিয়ে আটি বাদ দিয়ে মিকসী তে ঘুরিয়ে নিয়েছি।

  2. 2

    এবার ওই ভিজিয়ে রাখা চাল টাও জল ঝরিয়ে নিয়ে মীকসি তে একদম মিহি না করে বেটে নিয়েছি।

  3. 3

    এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে দুধ টা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এই সময়ে এলাচ টা দিয়ে দিয়েছি।

  4. 4

    তারপর দুধের মধ্যে ওই চাল বাটা টা অল্প অল্প করে দিয়ে নাড়তে থেকেছি খেয়াল রাখতে হবে যাতে না তলায় লেগে যায়।

  5. 5

    এবার তাতে চিনি টা দিয়ে দিয়েছি।

  6. 6

    এবার ওই আমের পাল্প টা দিয়ে নাড়তে থেকেছি।

  7. 7

    এই অবস্থায় মিশ্রণ টা ঘনও হয় এলে নামিয়ে একটু ঠাণ্ডা করে নিয়ে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি।

  8. 8

    ১ ঘণ্টা পর বার করে নিয়ে ওপর থেকে কোচানো আমের টুকরো দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes