হরাভরা আন্ডা (Hora bhara anda recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4
এখানে আমি ক্যাপ্সিকাম দিয়ে আন্ডা বা ডিম কারি বানিয়েছি ৷ রোজ একই রকম ক্যাপ্সিকাম দিয়ে পনির , চিকেন বা পকোড়া না বানিয়ে একটু আলাদা স্বাদে ক্যাপ্সিকাম দিয়ে সবুজ "হরাভরা আন্ডা " রেসিপি করেছি ৷ এটি খেতে যেমন অন্য স্বাদের হয়েছে ,দেখতেও বেশ ভালো | খুব সাধারণ উপকরনেই চটজলদি বানানো যায় । এখানে ক্যাপসি ,কাঁচালংকা , পেঁয়াজ রসুন ও আদা একসাথে সবুজ পেস্ট বানিয়ে ২চা সাদা তেলে বানানো | ডিম হলুদ ছাড়া সামান্য নুন দিয়ে ভেজে রান্না করা ৷ ডিম সবুজ গ্রেভিতে ফুটে এলে নামিয়ে লেবুর রস , কসুরী মেথি ও গোলমরিচ ছড়ানো হয়েছে |

হরাভরা আন্ডা (Hora bhara anda recipe in Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4
এখানে আমি ক্যাপ্সিকাম দিয়ে আন্ডা বা ডিম কারি বানিয়েছি ৷ রোজ একই রকম ক্যাপ্সিকাম দিয়ে পনির , চিকেন বা পকোড়া না বানিয়ে একটু আলাদা স্বাদে ক্যাপ্সিকাম দিয়ে সবুজ "হরাভরা আন্ডা " রেসিপি করেছি ৷ এটি খেতে যেমন অন্য স্বাদের হয়েছে ,দেখতেও বেশ ভালো | খুব সাধারণ উপকরনেই চটজলদি বানানো যায় । এখানে ক্যাপসি ,কাঁচালংকা , পেঁয়াজ রসুন ও আদা একসাথে সবুজ পেস্ট বানিয়ে ২চা সাদা তেলে বানানো | ডিম হলুদ ছাড়া সামান্য নুন দিয়ে ভেজে রান্না করা ৷ ডিম সবুজ গ্রেভিতে ফুটে এলে নামিয়ে লেবুর রস , কসুরী মেথি ও গোলমরিচ ছড়ানো হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২জন
  1. ২টি হাঁসের ডিম
  2. ১টি সবুজ ক্যাপ্সিকাম
  3. ১/২ পেঁয়াজ
  4. ১টুকরো আদা কুচি
  5. ২-৩ টি কাঁচা লঙ্কা
  6. ৪-৫ কোয়া রসুন
  7. ২ চা চামচ ধনে পাতা কুচি
  8. ২ চা চামচ সাদা তেল
  9. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ১ চা চামচ কসুরি মেথি
  11. ২ চা চামচ লেবুর রস
  12. স্বাদ মতনুন
  13. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ক্যাপ্সিকাম, পেঁয়াজ,কাঁচালংকা,আদা কুচি,ধনেপাতা, রসুন একসাথে বেঁটে সবুজ পেস্ট বানাতে হবে | ডিম জলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে |

  2. 2

    কসুরী মেথি গরম কড়াতে একটু নেড়ে রাখতে হবে | গোলমরিচ গুঁড়া করে রাখতে হবে ৷লেবু কেটে ২ চা রস বের করে রাখতে হবে |

  3. 3

    প্যানে ২ চা সাদা তেল দিয়ে প্রথমে সেদ্ধ ডিম সামান্য নুন মাখিয়ে একটু নেড়ে নিতে.হবে | এবার ঐ তেলে সবুজ পেস্ট দিয়ে সামান্য কসিয়ে ২ চা জল দিয়ে ঐ গ্রেভিতে ডিম ২টি দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা একটু মজতে দিতে হবে |

  4. 4

    ২ মিনিট পর যখন তেল ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে | তারপর শুকনো কসুরী মেথি হাত দিয়ে ডলে ঐ সবুজ গ্রেভিতে ছড়িয়ে দিতে হবে ।গোলমরিচ, লেবুর রস দিয়ে নেড়ে ঢাকা দিয়ে ১ মিনিট রেখে রুটি / পরোটার সাথে "হরাভরা আন্ডা"পরিবেশন করতে হবে | এটি একটু শুকনো হয়, আর স্বাদে টক ঝাল । আমার তো খেতে দারুন লেগেছে এই ক্যাপসিকামের পদটি | তো দেরী কেন বন্ধুরা তোমাদের এটি ভালো লাগলে আজই করে ফেলো |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes