কচু পাতায় ইলিশ মাছের পাতুরি (kochu patay illish macher paturi recipe in Bengali)

Moumita Biswas
Moumita Biswas @cook_30823087

#পছন্দেররেসিপি
#sunanda

কচু পাতায় ইলিশ মাছের পাতুরি (kochu patay illish macher paturi recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

8 থেকে 10 মিনিট
3 সারভিংস
  1. 3 টুকরোইলিশ মাছ
  2. 1 টেবিল চামচসরষে বাটা
  3. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  4. 1 চা চামচপোস্ত বাটা
  5. 1 টেবিল চামচটক দই
  6. 1 টেবিল চামচসরষের তেল
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. 1/2 চা চামচ চিনি
  10. 3 টিকচুপাতা
  11. প্রয়োজন অনুযায়ীবাঁধার জন্য সুতো

রান্নার নির্দেশ সমূহ

8 থেকে 10 মিনিট
  1. 1

    প্রথমে সরষে পোস্ত ভালো করে বেটে নিতে হবে সামান্য নুন দিয়ে।

  2. 2

    একটি পাত্রে সরষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, সরষের তেল, হলুদ, নুন চিনি দিয়ে মেখে নিতে হবে। ইলিশ মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে ওই মসলা মেখে নিতে হবে।

  3. 3

    কচুপাতা গুলি আগুনেএকটু সেকে তাতে মসলা মাখানো মাছ রাখতে হবে।

  4. 4

    মাছে উপর থেকে কাঁচা সরষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে নিতে হবে।

  5. 5

    ননস্টিক প্যান গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে।
    তাতে পাতায় মোড়া মাছ গুলো দিয়ে দিতে হবে।

  6. 6

    7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ ভেজে নিতে হবে।

  7. 7

    8 মিনিট পর গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিতে হবে।

  8. 8

    এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে কচু পাতায় ইলিশ মাছের পাতুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Biswas
Moumita Biswas @cook_30823087

Similar Recipes