ভাজা নুডলস চিপস

Ummay Habiba
Ummay Habiba @habiba2125

ভাজা নুডলস চিপস

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১৫মিনিট
৫-৬ জন
  1. ৩ প্যাকেটনুডলস
  2. ৩ প্যাকেটনুডলস মসলা
  3. ২ টেবিল চামচকর্ণফ্লাওয়ার
  4. ১কাপ তেল (ভাজার জন্য)
  5. ৩কাপপানি

রান্নার নির্দেশ

১৫মিনিট
  1. 1

    প্রথমে নুডলস পানিতে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    সিদ্ধ করা নুডলস পানি ছেকে একটি পাত্রে নিতে হবে।

  3. 3

    নুডলস ঠান্ডা হয়ে আসলে তাতে একে একে মসলা ও কর্ণফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে নুডলস ছেড়ে দিতে হবে।

  5. 5

    নুডলস উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে হাল্কা ভেংগে দিতে হবে।

  6. 6

    এরপর মজাদার নুডলস চিপস পরিবেশন করুন অথবা জারে রেখে পরেও খেতে পারেন। এটি এমনি খেতেও মজা আবার স্যুপের সাথেও খেতে পারেন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Ummay Habiba
Ummay Habiba @habiba2125

Similar Recipes