চিকেন কোপ্তা কারি (chicken kofta curry recipe in Bengali)

Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

চিকেন কোপ্তা কারি (chicken kofta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 30 মিনি
  1. 500 গ্রামচিকেন কিমা
  2. 3 টে লঙ্কা কুচি
  3. 2 টো পেঁয়াজ কুচি
  4. 1টা বড়টমেটো পেস্ট করা
  5. 2 টেবিল চামচআদা বাটা
  6. 2 টেবিল চামচরসুন বাটা
  7. 2 টেবিল চামচজিরা গুঁড়ো
  8. 1 টেবিল চামচধনে গুঁড়ো
  9. 1 টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 টেবিল চামচহলুদ গুঁড়ো
  11. 2 টেবিল চামচভালো ঘি
  12. 4 টেবিল চামচব্রেডকাম
  13. 1 টেবিল চামচকসুরি মেথি
  14. 1 টাডিম
  15. 1 টেবিল চামচগোল মরিচ
  16. 1/2 কাপফ্রেশ ক্রিম
  17. স্বাদ মতলবণ
  18. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 30 মিনি
  1. 1

    প্রথমে কাঁচা চিকেন কিমা টি মিক্সি মেশিন পেস্ট করে নিতে হবে জল ছাড়া.

  2. 2

    প্রথমে কাঁচা চিকেন কিমা টি মিক্সি মেশিন পেস্ট করে নিতে হবে জল ছাড়া.

  3. 3

    একটি ফ্রাইপ্যান এ সাদা তেল গরম করে তার মধ্যে বল গুলিকে দিয়ে ভালোভাবে ভাজতে হবে

  4. 4

    পেঁয়াজ গুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে বাকি আদা বাটা, রসুন বাটা,টমেটো বাটা,বাকি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কাগুঁড়ো সব করে দিতে হবে

  5. 5

    তারপর পরিমাণমতো জল দিতে হবে একটু.. জল দেওয়া হয়ে গেলে ভালো করে পুরো মশালা টা কষাতে হবে....

  6. 6

    তারপর কিছুক্ষণ ভালো করে পুরোটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফোটাতে হবে...

  7. 7

    5 মিনিট পর ঢাকা সরিয়ে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়িয়ে তার উপর একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে দুমিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে প্রস্তুত হয়ে যাবে আপনার দীর্ঘ অপেক্ষার চিকেন কোপ্তা কারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Dey
Sutapa Dey @mamoni_004

Similar Recipes