পমফ্রেট মাছের ঝাল (Pomfret maacher jhaal recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

#nsr
#Week3

পুজোর নবমীর দিন আমিষ রান্না হিসেবে পমফ্রেট মাছের ঝাল একটি খুবই সুস্বাদু ও অনবদ্য পদ। গরম ভাতের সাথে দারুন লাগে খেতে।

পমফ্রেট মাছের ঝাল (Pomfret maacher jhaal recipe in Bengali)

#nsr
#Week3

পুজোর নবমীর দিন আমিষ রান্না হিসেবে পমফ্রেট মাছের ঝাল একটি খুবই সুস্বাদু ও অনবদ্য পদ। গরম ভাতের সাথে দারুন লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২টি বড় সাইজের পমফ্রেট মাছ
  2. ১ টি মাঝারি সাইজের টমেটো
  3. ১/২ কাপ কুচোনো ধনেপাতা
  4. ৪টি গোটা কাঁচা লঙ্কা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ৫ টেবিল চামচ সর্ষের তেল
  8. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পমফ্রেট মাছ নুন ও ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন।

  2. 2

    টমেটো একটু ভাপিয়ে নিন, তারপর কুচোনো ধনেপাতা অর্ধেকটা, ১টি গোটা কাঁচা লঙ্কা ও ভাপানো টমেটো এক সাথে বেটে রাখুন।

  3. 3

    ৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করে পমফ্রেট মাছ গুলি খুব হালকা ভেজে তুলে নিয়ে ওই তেলেই টমেটো-ধনেপাতা-কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিন।

  4. 4

    কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাকি ১/২ চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে আরো কিছুক্ষন কষান, তারপর পরিমান মতো জল ও বাকি গোটা কাঁচা লঙ্কা দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ গুলি দিন।

  5. 5

    আবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন, মাছ সেদ্ধ হয়ে গেলে ও জল শুকিয়ে গ্রেভি ঘন হয়ে এলে বাকি ১ টেবিল চামচ সর্ষের তেল ও বাকি কুচোনো ধনেপাতা দিয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিন।

  6. 6

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পমফ্রেট মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

Similar Recipes