তেলাপিয়া মাছের তেল ঝাল(tilapia macher jhal recipe in Bengali)

Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

#f
তেলাপিয়া মাছের তেল ঝাল আমার পুত্রের খুব পছন্দের।

তেলাপিয়া মাছের তেল ঝাল(tilapia macher jhal recipe in Bengali)

#f
তেলাপিয়া মাছের তেল ঝাল আমার পুত্রের খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৭ জন
  1. ৭টি তেলাপিয়া মাছ
  2. ১ কাপসর্ষের তেল
  3. ২টি +৪টিশুকনো লঙ্কা ,কাঁচা লঙ্কা
  4. ৩ টেবিল চামচপেঁয়াজ বাটা
  5. ৩ টেবিল চামচটমেটো বাটা
  6. ১ টেবিল চামচআদা বাটা
  7. ১ টেবিল চামচরসুন বাটা
  8. ২চা চামচসর্ষে বাটা
  9. 1 চা চামচকালো জিরে
  10. স্বাদ মতলবণ ও চিনি
  11. ১চা চামচহলুদ গুঁড়ো
  12. পরিমাণ মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমেই মাছগুলোকে তেল হলুদ মাখিয়ে সামান্য তেলে ভেজে তুলে রাখতে হবে। তারপর কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়া চাড়া করতে হবে।

  2. 2

    নুন, মিষ্টি স্বাদমতো দিতে হবে। তারপর মাছগুলো দিয়ে ভালো করে সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৩মিনিট।

  3. 3

    এরপর ঢাকা খুলে সর্ষে বাটা দিয়ে,কাঁচা লঙ্কা চেরা দিয়ে ও ধনেপাতা দিয়ে নেড়ে ২চামচ তেল ওপরে ছড়িয়ে দিতে হবে।তাহলেই রেডি তেলাপিয়া মাছের তেল ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anusree Goswami
Anusree Goswami @cook_27445071

Similar Recipes