চিঁড়ার পুর ভরা কচুরি (chirar pur bhora kochuri recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu


বর্ষা ঋতুতে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর তাতে গরম গরম কচুরি হবে না ভাবায় যায়। তাই বানালাম।

চিঁড়ার পুর ভরা কচুরি (chirar pur bhora kochuri recipe in Bengali)


বর্ষা ঋতুতে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর তাতে গরম গরম কচুরি হবে না ভাবায় যায়। তাই বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 500 গ্রামময়দা
  2. স্বাদ মতনুন চিনি
  3. 1 কাপ চিঁড়া
  4. 1/2 কাপপেঁয়াজ কুচি
  5. 2-3 টাকাঁচা লঙ্কা কুচি
  6. 1 চামচআদা কুচি
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  10. 1/2 চা চামচধনে গুঁড়ো
  11. 1/2 চা চামচভাজা মশলা গুঁড়ো
  12. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে চিড়া ভাল করে ধুয়ে কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভেজে নিন।

  2. 2

    তারপর ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিন। এরপর সমস্ত মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  3. 3

    তারপর ম্যাশ করে নিন।নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার ময়দা, নুন,চিনি ও তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  4. 4

    একটা ডো তৈরি করুন। 15 মিনিট ঢেকে রাখতে হবে। এরপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে পুর ভরে নিন ও মুড়ে নিন ভাল করে বেলে নিন।

  5. 5

    এরপর কড়াইয়ে তেল গরম করে কচুরি গুলো ভেজে তুলুন এবং আলুর দম বা অন্য কোনো কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes