পনির রেজালা (Paneer rezala recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#CP
পনিরের একটি দারুন পদ । রুটি , লুচি ,পরোটা পোলাও সবেতেই দারুন লাগে।

পনির রেজালা (Paneer rezala recipe in bengali)

#CP
পনিরের একটি দারুন পদ । রুটি , লুচি ,পরোটা পোলাও সবেতেই দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
7_8 জনের জন্য
  1. 400 গ্রামপনির
  2. 3টেবিল চামচ পোস্ত
  3. 3টেবিল চামচ কাজুর টুকরো
  4. 14-15 টাকিশমিশ
  5. 3টেবিল চামচ দই
  6. 3-4 টাকাঁচা লঙ্কা
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1/5 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচবিরিয়ানি মশলা
  10. ফোঁড়নের জন্য
  11. 3 টাএলাচ,
  12. 1 টুকরো দারচিনি,
  13. 1/2 জয়ত্রী,
  14. 1টা বড় এলাচ
  15. 3 টা লবঙ্গ
  16. 1/4 চা চামচশাহী জিরা
  17. 2টেবিল চামচ তেল (আমি একটু কম তেল ব্যবহার করেছি)
  18. 1টেবিল চামচ ঘি
  19. 1 ফোঁটাকেওড়া এসেন্স
  20. 1 ফোঁটারোজ এসেন্স
  21. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    তেল গরম করে পনির হাল্কা ভেজে তুলে নিয়ে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। পোস্ত, কাজু মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, কিসমিস, দই দিয়ে একটা মিহি পেস্ট করেছি।

  2. 2

    বাকি তেলে ঘি দিয়েছি। ফোরনের সব গোটা মশলা একটু আধ ভাঙ্গা করে নিয়ে, ফোড়ন দিয়েছি, 8-10 সেকেন্ড নেড়েচেড়ে, পেস্ট করা মশলা দিয়েছি । এবার লো মিডিয়াম আঁচে রান্না করেছি। 7-8 মিনিট পরে গুঁড়ো মশলা, নুন, চিনি দিয়েছি।

  3. 3

    2 বার পনির ভেজানো জল দিয়ে আরো মিনিট 15 রান্না করেছি। তেল ছেড়ে আসলে পনির ও বাকি জল মিশিয়ে আরো 3-4 মিনিট রান্না করেছি।

  4. 4

    কেওড়া ও রোজ এসেন্স মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে নিয়েছি। তৈরি পনির রেজালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes