আলু - চিংড়ির তাওয়া মশালা (aloo chingri tawa masala recipe in Bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

#আলুর রেসিপি

আলু - চিংড়ির তাওয়া মশালা (aloo chingri tawa masala recipe in Bengali)

#আলুর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম নতুন আলু
  2. ১০ টি মাঝারি সাইজের বাগদা চিংড়ি
  3. ১ চা চামচকরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো
  4. ১ চা চামচকরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচকরে গোলমরিচ গুঁড়ো ও ভাজা মেথি গুঁড়ো
  6. ১ চা চামচপাতিলেবুর রস
  7. ১ টামাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও টমেটো পেস্ট
  8. ১ চা চামচগোটা গরম মশালা (লবঙ্গ বাদ)
  9. ১/২ চা চামচশাহী গরম মশলা গুঁড়ো
  10. ১/২ চা চামচজোয়ান ও টমেটো কেচপ
  11. ১চা চামচআদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি
  12. ১টেবিল চামচআদা রসুন বাটা ও ধনে পাতা কুচি
  13. প্রয়োজন অনুযায়ীপরিমাণ মতো নুন, ঘি ও সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন।

  2. 2

    ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিন ।সেদ্ধ আলু আর চিংড়ি আলাদা আলাদা ভেজে তুলে রাখুন।

  3. 3

    এবার ওই তেলে পরিমাণ মতো ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে জোয়ান দিন।

  4. 4

    এবার আদা রসুন বাঁটা দিয়ে ভালো করে নাড়া চাড়া করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে নিয়ে ফ্রাইং প্যানে ঢেলে দিন ও টমেটো পেস্ট ও টমেটো কেচপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু ঢেলে দিন ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  5. 5

    এবার ভেজে রাখা চিংড়ি গুলো দিন ও গোলমরিচ গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো ও ভাজা মেথি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিন।

  6. 6

    এবার পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করুন। ধনে পাতা কুচি দিন। সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আলু - চিংড়ির তাওয়া মশালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes