গ্যাসে গোটা চিকেন রোস্ট(stove top chicken roast recipe in Bengali)

Anindita Sen
Anindita Sen @cook_20700828

এটি গ্যাসে করা, ওভেনে নয়।
#cookforcookpad

গ্যাসে গোটা চিকেন রোস্ট(stove top chicken roast recipe in Bengali)

এটি গ্যাসে করা, ওভেনে নয়।
#cookforcookpad

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টিগোটা চিকেন
  2. 2টেবিল চামচ লেবুর রস
  3. 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. 2টেবিল চামচআদা বাটা
  5. 2টেবিল চামচরসুন বাটা
  6. 1টেবিল চামচকাঁচালঙ্কা বাটা
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. 1/2চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2চা চামচলাল লংকা গুঁড়ো
  10. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  11. 1/2চা চামচজিরেগুঁড়ো
  12. 1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. 1টেবিল চামচধনেপাতা
  14. 1/2 কাপ টক দই
  15. প্রয়োজন অনুযায়ী তেল
  16. প্রয়োজন অনুযায়ীআলুমিনিউম ফয়েল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেনকে ভালো করে ধুতে হবে।

  2. 2

    সমস্ত মসলা দিয়ে ভালো করে মাখিয়ে ৩-৪ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  3. 3

    চিকেনকে আলুমিনিউম ফয়েল এ মুড়ে ১৫ মিনিট রাখতে হবে।

  4. 4

    গ্যাসে প্রেসার কুকার বসিয়ে অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসাতে হবে। চিকেনকে তার উপর বসিয়ে মিডিয়াম ফ্লেমে ৪টে সিটি দিতে হবে।

  5. 5

    চিকেনটা থেকে জল বেরিয়ে গেলে, তার জালির উপর বসিয়ে তেল ব্রাশ করে লো ফ্লেমে পুড়িয়ে নিলেই স্মোকি ফ্লেভার চলে আসবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anindita Sen
Anindita Sen @cook_20700828

মন্তব্যগুলি

Similar Recipes