গুড়ের পাটিসাপ্টা (gurer patisata recipe in Bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#আমিরান্নাভালোবাসি

বিভিন্ন ধরনের পিঠের মধ্যে পাটিসাপটা খেতে আমরা ভালোবাসি, কিন্তু এই পিঠে বানাতে গেলে যে সমস্যায় পড়তে হয় তা হলো এই পিঠে বানাতে গেলে ভেঙে যায়, কিন্তু আমার এই পদ্ধতি অনুসরণ করলে কথা দিতে পারি আর সেটা হবে না। তাহলে দেখে নেয়া যাক

গুড়ের পাটিসাপ্টা (gurer patisata recipe in Bengali)

#আমিরান্নাভালোবাসি

বিভিন্ন ধরনের পিঠের মধ্যে পাটিসাপটা খেতে আমরা ভালোবাসি, কিন্তু এই পিঠে বানাতে গেলে যে সমস্যায় পড়তে হয় তা হলো এই পিঠে বানাতে গেলে ভেঙে যায়, কিন্তু আমার এই পদ্ধতি অনুসরণ করলে কথা দিতে পারি আর সেটা হবে না। তাহলে দেখে নেয়া যাক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা ৩০মিনিট
৪-৮ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১/২ কাপ চালের গুঁড়ো
  3. ১/৪ কাপ সুজি
  4. পরিমাণ মতো দুধ
  5. ৩-৪ টেবিল চামচ গুড়
  6. ২কাপনারকেল কোরা
  7. ২-৩চা চামচগুড়-

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে, চালের গুঁড়ো,সুজি, ময়দা, গুড় ও দুধ দিয়ে একটা হালকা ব্যাটার বানিয়ে ১ঘণ্টা রেখে দিন, ঘরের স্বাভাবিক তাপমাত্রায়। পাটিসাপটার গোলা বেশি ঘন করবেন না।(যদি গুড় না দিয়ে চিনি ব্যবহার করেন তাহলে, চিনি গুঁড়ো করে,সেই দিন গোলায় ব্যবহার করুন)।

  2. 2

    এবার, কোরানো নারকেল আর গুড় দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে দিয়ে একটা পুর বানিয়ে নিন, ঠিক নারকেল-গুড়ের নাড়ুর মতো।

  3. 3

    ১ঘণ্টা পর, গোলা আবার ভালো করে ফেটিয়ে নিন,প্রয়োজনে আরো একটু দুধ দিয়ে পাতলা করে নিন। এবার, ননস্টিক প্যানে অল্প ঘি বা সাদা তেল ব্রাশ করে নিন, এবার, গোল হাতার সাহায্যে অল্প অল্প করে প্যানে ঢেলে দিন ও প্যান হাতের সাহায্যে ঘুরিয়ে গোল রুটি করে নিন। এর পর নারকেলের পুর রুটির এক ধারে দিয়ে দিন ও ফোল্ড করে দিন, ও অল্প বাদামি রং হলে নামিয়ে নিন। এই ভাবে সব পাটিসাপটা গড়ে ফেলুন ও পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes