চিকেন তড়কা ও রুমালি রুটি (chicken torka o rumali ruti recipe in Bengali)

Sima Biswas
Sima Biswas @cook_25176291

#ডিনার #আমার প্রথম রেসিপি #এসো বসো আহারে
রাতের ডিনারের জন্য বানাতে পারেন

চিকেন তড়কা ও রুমালি রুটি (chicken torka o rumali ruti recipe in Bengali)

#ডিনার #আমার প্রথম রেসিপি #এসো বসো আহারে
রাতের ডিনারের জন্য বানাতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5 সারভিংস
  1. ৪৫০ গ্রামময়দা
  2. ১/২ কাপদুধ
  3. স্বাদমতনুন
  4. পরিমান মতোজল (রুমালির জন্য)
  5. ১/২ কাপসবুজ মুগ
  6. ২৫০ গ্রাম চিকেন
  7. ১ টাপেঁয়াজ
  8. ১ চা চামচআদা - রসুন - কাঁচালঙ্কা কুঁচি
  9. ১ চা চামচধনেপাতা
  10. ১ চা চামচকসুরি মেথি
  11. ১/২চা চামচকরে জিরে ধনে গুঁড়ো
  12. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১/২ চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  15. ১ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    তড়াকার জন্য কুকারে ভিজিয়ে রাখা মুগ ও চিকেন একসাথে নুন ও হলুদ দিয়ে ৫টা সিটি দিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে পেয়াজ আদা - রসুন - কাঁচালঙ্কা কুঁচি, ধনেপাতা, টমেটো কুচি সব ভালো করে ভাজতে হবে। ভাজা হলে এতে গুরো মশলা গুলো জলে গুলে পেস্ট করে দিয়ে কষান হবে। তারপর সেদ্ধ ডাল দিয়ে ভালো করে মেশাতে হবে। বনলেস চিকেন গুলো শ্রড করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিলেই হবে। শেষে গরম মশলা গুঁড়ো ও কাসুরি মেথি দিয়ে নামাতে হবে

  3. 3

    রুটির জন্য ময়দা তে নুন দিয়ে মিশিয়ে দুধ দিয়ে ও পরিমাণ মত জল দিয়ে মাখতে হবে। ২ঘণ্টা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  4. 4

    এবার পাতলা করে ৪ টে রুটি বেলে নিয়ে মাঝে ময়দা দিয়ে রুটি গুলো একসাথে করে নিয়ে বড়ো করে বেলতে হবে। সেঁকে নিলেই রুটি গুলো আলাদা হতে যাবে। স্যালাড দিয়ে পরিবেশন করেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sima Biswas
Sima Biswas @cook_25176291

Similar Recipes