পার্শে মাছের ঝাল (Parshe macher jhal recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#ebook2
#ইবুক বিভাগ৫-দূর্গাপূজা
#পূজা2020

বছরে একবারই মা বাপের বাড়ি আসে।তাই এই সময়ে বাড়ির মেয়ে-বৌদের নিরামিষ খেতে নেই।মানে ষষ্ঠী থেকে দশমী এই পাঁচদিন নিরামিষ খেতে নেই।এই রীতি আমার শ্বশুর বাড়িতে আছে।তাই পূজোর এই কটাদিন আমাদের বাড়িতে মাছ-মাংসের কড়ানাড়া লেগে থাকে।এবারে ষষ্ঠীর দিন যেমন ৬য় জন পার্শে এসে কড়া নেড়েছিল।

পার্শে মাছের ঝাল (Parshe macher jhal recipe in Bengali)

#ebook2
#ইবুক বিভাগ৫-দূর্গাপূজা
#পূজা2020

বছরে একবারই মা বাপের বাড়ি আসে।তাই এই সময়ে বাড়ির মেয়ে-বৌদের নিরামিষ খেতে নেই।মানে ষষ্ঠী থেকে দশমী এই পাঁচদিন নিরামিষ খেতে নেই।এই রীতি আমার শ্বশুর বাড়িতে আছে।তাই পূজোর এই কটাদিন আমাদের বাড়িতে মাছ-মাংসের কড়ানাড়া লেগে থাকে।এবারে ষষ্ঠীর দিন যেমন ৬য় জন পার্শে এসে কড়া নেড়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৩ জন
  1. ৬টা পার্শে মাছ
  2. ২টো বড় পেঁয়াজ
  3. ১টা মাঝারি টমেটো
  4. ১টেবিল চামচ জিরে গুঁড়ো
  5. ১টেবিল চামচ ধনে গুঁড়ো
  6. ২ চা চামচ শুকনোলঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচ হলুদ
  8. ২টো কাঁচালঙ্কা
  9. ১চা চামচ কালোজিরে
  10. স্বাদ মতো নুন
  11. পরিমাণ মতো তেল
  12. ২.১/২ কাপ ঈষদুষ্ণ জল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রাখতে হবে।পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিতে হবে।কাঁচালঙ্কা চিরে রাখতে হবে

  2. 2

    একটা ছোট বাটিতে হলুদ, নুন,জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো ও শুকনোলঙ্কা গুঁড়ো একসাথে নিয়ে ১/২ কাপ জল দিয়ে গুলে রাখতে হবে

  3. 3

    কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে

  4. 4

    এবার ওই তেলেই কালোজিরে ফোড়ন দিয়ে কুচি দিয়ে ভাজতে হবে

  5. 5

    পেঁয়াজ হালকা রঙ ধরলে টমেটো কুচি দিয়ে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে

  6. 6

    টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে গুলে রাখা মশলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে মিডিয়াম আঁচে মশলাটা কষাতে হবে

  7. 7

    মশলা কষানো হয়ে তেল ছাড়লে ভেজে রাখা মাছগুলো দিয়ে আসতে আসতে উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিয়ে মিনিট দুই রেখে জল দিতে হবে

  8. 8

    জল ফুটে ঘন হয়ে ১কাপের মতো হয়ে গেলে নামিয়ে নিতে হবে পার্শে মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes