ক্যাপসিকামের পুর ও পনির(capsicum er pur o paneer recipe in Bengali)

Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

#funny_dish
শীতের সবজি দিয়ে তৈরি করা নিরামিষ খাবার।

ক্যাপসিকামের পুর ও পনির(capsicum er pur o paneer recipe in Bengali)

#funny_dish
শীতের সবজি দিয়ে তৈরি করা নিরামিষ খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
1 জন
  1. 1/2 কাপব্রাউন রাইস,
  2. 3 কাপজল,
  3. 2 পিসপনির
  4. 1টেবিল চামচ মটরশুঁটি
  5. কিছুটুকরো ব্রকলি
  6. 1 চা চামচকুচানো লাল,সবুজ ও হলুদ ক্যাপ্সিকাম
  7. 1 টিতেজপাতা
  8. 1/2 কাপসাদা তেল
  9. 2 টেবিল চামচসর্ষের তেল
  10. 2 চা চামচঘি ও চিনি
  11. প্রয়োজন অনুযায়ীটুকরো করে রাখা ক্যাপ্সিকাম, ব্রকলি, টমেটো, অল্প মটরসুটি
  12. 1/2 কাপমাশরুম কেটে রাখা
  13. 2টেবিল চামচ টক দই
  14. 1 টা লেবুর রস
  15. পরিমান মতোপুদিনা পাতা
  16. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  17. স্বাদমত নুন ও লঙ্কা
  18. 1চা চামচজিরে গুঁড়ো
  19. 1 চা চামচগরম মশলা
  20. 1 টিগোটা হলুদ ও লাল ক্যাপ্সিকাম উপর থেকে কেটে রাখা
  21. 1 টিএক লেটুস পাতা
  22. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  23. 1 চা চামচগোটা গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে ব্রাউন রাইস গুলি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর জল গোটা গরম মসলা দিয়ে চালগুল 3/4 রান্না করে নিতে হবে।

  2. 2

    এবার কুচানো সবজি গুলি গরম তেলে দিয়ে নুন মসলা দিতে হবে। সবজিগুলো সিদ্ধ হওয়ার পর চাল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর অল্প চিনি,ঘী আর ধনেপাতা কুচি মিশাতে হবে।

  3. 3

    এবার চিলি মাশরুম বানানোর জন্য কড়াইতে আবার তেল গর করে টুকরো করে রাখা ব্রকলি, টমেটো, মটরশুটি আর মাশরুম দিয়ে নুন,মসলা দিতে হবে। কিছুক্ষণ রান্না করে ঢেকে রেখে দিতে হবে।

  4. 4

    এবার গ্রিল পনির বানানোর জন্য টক দইতে হলুদ, লঙ্কা, জিরে, গরম মসলা গুরু আর 1 টেবিল-চামচ সরষের তেল ভালো করে মাখিয়ে নুন মাখানো পনিরের টুকরোগুলি কিছুক্ষণ ম্যারিনেট করে মাইক্রোওভেনে উল্টে পাল্টে 15 মিনিটের মত গ্রিল করে নিতে হবে।

  5. 5

    এবার গোটা ক্যাপ্সিকাম গুলি পুর ভরার জন্য অল্প তেল আর নুন মাখিয়ে নিতে হবে। তারপর একটিতে ব্রাউন রাইস দিয়ে পুর ভরতে হবে আর আরেক টিতে চিলি মাশরুমের পুর ভরে মাইক্রোওভেনে 5 থেকে 6 মিনিট গ্রিল করে নিতে হবে।

  6. 6

    একটি সার্ভিং গ্লাসে লেবুর রসের সাথে চিনি, নুন আর পুদিনা পাতা মিশিয়ে শরবত করে নিতে হবে।

  7. 7

    এবার গরম গরম স্টাফড ক্যাপ্সিকাম ও লেটুস পাতা দিয়ে সাজিয়ে গ্রিলড পনির লেবুর শরবত এর সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pinky Nath
Pinky Nath @cook_88886666
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes