রাজমা চাওয়াল (rajma chawal recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#goldenapron2
পোস্ট4
স্টেট পাঞ্জাব
#বিন্স দিয়ে রান্না অথেনটিক পাঞ্জাবি রাজমা।

রাজমা চাওয়াল (rajma chawal recipe in Bengali)

#goldenapron2
পোস্ট4
স্টেট পাঞ্জাব
#বিন্স দিয়ে রান্না অথেনটিক পাঞ্জাবি রাজমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15-20 মিনিট।
2-3 জনের জন্য।
  1. 2 কাপরাজমা
  2. 2টো পেঁয়াজ কুচি
  3. 1টেবিল চামচ আদা বাটা
  4. 1টেবিল চামচ রসুন বাটা
  5. 1/4 কাপধনে পাতা কুচি
  6. 1টা বড় টমেটো পিউরি
  7. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  8. 1/2চা চামচ চানা মসালা
  9. 1/2চা চামচ জিরে গুঁড়ো
  10. 1/4চা চামচ গরম মসালা
  11. 1/4চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. 1/4চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. 1/4চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  14. 2টো তেজপাতা
  15. 3টে বড় এলাচ
  16. 4টে ছোট এলাচ
  17. 2টো দারুচিনির টুকরো
  18. 1/2চা চামচ গোটা জিরে
  19. স্বাদমতোনুন
  20. 2টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

15-20 মিনিট।
  1. 1

    প্রথমে আগের দিন ভিজিয়ে রাখা রাজমা কে নুন, হলুদ, তেজপাতা, 2বড় এলাচ, 1 টুকরো দারুচিনি দিয়ে সিদ্ধ করে নিলাম।

  2. 2

    কড়াইতে ঘি দিয়ে তাতে গোটা জিরে দারুচিনি, বড় এলাচ, তেজপাতা ফোঁরোন দিয়ে একটু সুগন্ধ ছড়ালে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো।

  3. 3

    পিঁয়াজ ভাজা হলে তাতে আদাবাটা, রসুন বাটা সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো।

  4. 4

    ভাজা হলে একে একে সব গুঁড়ো মসলা দিয়ে কসিয়ে নেবো।

  5. 5

    কসানো হলে টমাটো পেস্ট দিয়ে ভালো করে কসাতে থাকবো তেল ছাড়া পজন্ত।

  6. 6

    তেল ছাড়লে রাজমা আর কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে কিছুক্ষণ কসিয়ে তারপর জল দিয়ে ঢেকে অল্প আঁচে হতে দেবো।

  7. 7

    জল শুকিয়ে এলে গরম মসলা আর ধনেপাতা কুচি দিয়ে গেঁসঅফ করে ঢেকে 2 মিনিট রেখে রাইসের সাথে পরিবেশ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি

Similar Recipes