সরিষা  ইলিশ (sarisha illish recipe in Bengali)

Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad

#ইবুক পোষ্ট২৫
#হলুদ রেসিপি
#মাছ রেসিপি

সরিষা  ইলিশ (sarisha illish recipe in Bengali)

#ইবুক পোষ্ট২৫
#হলুদ রেসিপি
#মাছ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. ৪ টুকরো ইলিশ মাছ
  2. ৩ চা চামচ সাদা সর্ষে বাটা
  3. ১ চা চামচ কালো সর্ষে বাটা
  4. ৩ চা চামচ টক দই
  5. ৭-৮ টা গোটা কাঁচা লঙ্কা
  6. ১/২ চা চামচ কালো জিরে
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/৪ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  9. স্বাদ মতোনুন
  10. পরিমাণ মতোসর্ষের তেল রান্নার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে একটু উষ্ম গরম জলে পরিমান মতো দুরকমের সর্ষে দানা ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম।

  2. 2

    পরে সামান্য নুন ও কাঁচালঙ্কা সহযোগে গ্রাইন্ড করে একটি মসৃণ পেষ্ট বানিয়ে নিলাম। এতে সর্ষের তেতো ভাবাটা চলে যায়। পেষ্ট হয়ে গেলে ১/৪ কাপ জল দিয়ে সর্ষে বাটা টা ভাল করে গুলে নিতে হবে।

  3. 3

    একটি বাটিতে পরিমান মতো টকদই, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তাতে সামান্য জল দিয়ে গুলে একটা পেষ্ট বানিয়ে নিলাম।

  4. 4

    এবার প্যান গরম করে পরিমান মতো সর্ষের তেল দিলাম।

  5. 5

    তেল ভাল রকম গরম হলে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোরণে দিলাম আর ১-২ মিনিট নাড়াচাড়া করে নিলাম।

  6. 6

    এবার মশলার পেষ্ট টা দিলাম আর মিশিয়ে নিয়ে ২-৩ মিনিট রান্না করলাম।এইসময় একটু নুন ও দিলাম।

  7. 7

    মশলা কষে গেলে কাঁচা ইলিশের টুকরো গুলো দিলাম আর ২-৩ মিনিট ওই তেল আর মশলার সঙ্গে কষিয়ে নিলাম।

  8. 8

    মাছগুলো একটু ভাজা ভাজা হলে, সর্ষে বাটা টাও দিয়ে দিলাম।আর মিডিয়াম লো হিটে জল টা শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম।

  9. 9

    ২মিনিট পর মাছ গুলো কে উল্টে দিলাম।আরও ৩ মিনিট রান্না করলাম এই অবস্থায়।

  10. 10

    তেল ছেড়ে দিলে ৩-৪ টা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ১মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখলাম।

  11. 11

    ১মিনিট পর ঢাকা খুলে দিলাম, উপর দিয়ে গন্ধের জন্য হাল্কা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম।

  12. 12

    মিনিট ৫ পর গরম গরম সার্ভ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

BR
BR @bondovrfood007
আজ বাঙালিয়ানার প্রমাণ দিলাম।

Similar Recipes