বাঁধাকপির কাটলেট (badhakopir cutlet recipe in Bengali)

Susmita Sen
Susmita Sen @sneha_26

#ক্রিসমাস রেসিপি

বাঁধাকপির কাটলেট (badhakopir cutlet recipe in Bengali)

#ক্রিসমাস রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1/2 ঘন্টা
5 জনের
  1. 200 গ্রামবাঁধাকপি কুচি
  2. 2টি আলু
  3. পরিমান মতোধনেপাতা কুচি
  4. 1টি পেঁয়াজকুচি
  5. স্বাদমতোকাঁচালঙ্কা কুচি
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদমতোলঙ্কাগুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1/2 ঘন্টা
  1. 1

    সব সবজি কুচিয়ে নিলাম।

  2. 2

    বাঁধাকপিকুচি অল্প ভাপিয়ে নিলাম। এরপর পেঁয়াজকুচি ভেজে তাতে সেদ্ধ বাঁধাকপি কুচি দিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নামালাম। এরপর এই মিশ্রনে সেদ্ধ আলু, ধনেপাতাকুচি, লংকাকুচি দিয়ে ভালো করে মেখে নিলাম।

  3. 3

    এরপর এর থেকে আমি 10 টি ভাগ করলাম।

  4. 4

    ডিমের সাদা অংশ ফেটিয়ে নিলাম। আন্দাজ মতো কেলগস গুঁড়ো করলাম।

  5. 5

    এবার 10টি ভাগকে কাটলেটের আকারে গড়ে ডিমের গোলায় ডুবিয়ে কেলগস গুঁড়ো লাগিয়ে নিলাম।

  6. 6

    এবার তেল গরম করে ডীপ ফ্রাই করলেই রেডি বাঁধাকপির কাটলেট। সস দিয়ে সার্ভ করে দিলেই হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Sen
Susmita Sen @sneha_26

মন্তব্যগুলি

Similar Recipes