গোল্ডেন ডিলাইট পিজ্জা (ভেজ ও নন ভেজ) (golden delight pizza recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#NoOvenBaking
এটি আমি মাস্টার শেফ নেহার ভিডিও দেখে শিখেছি। আমি দোকান থেকে কেনা পিৎজা বেস দিয়ে আগে পিৎজা বানিয়েছি কিন্তু এই প্রথম বার বাড়িতে এত সহজ পদ্ধতিতে ওভেন ছাড়া পিৎজা বেস বানালাম। এটি শেখানোর জন্য মাস্টার শেফ নেহাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

গোল্ডেন ডিলাইট পিজ্জা (ভেজ ও নন ভেজ) (golden delight pizza recipe in Bengali)

#NoOvenBaking
এটি আমি মাস্টার শেফ নেহার ভিডিও দেখে শিখেছি। আমি দোকান থেকে কেনা পিৎজা বেস দিয়ে আগে পিৎজা বানিয়েছি কিন্তু এই প্রথম বার বাড়িতে এত সহজ পদ্ধতিতে ওভেন ছাড়া পিৎজা বেস বানালাম। এটি শেখানোর জন্য মাস্টার শেফ নেহাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬ টি পিৎজা বেস ১.২০ ঘণ্টা+টপিং ১৫ মিনিট
৪ জন
  1. ২ কাপ ময়দা
  2. ৩/৪ কাপ ঘন টক দই
  3. স্বাদমতো নুন
  4. ১ চা চামচ বেকিং পাউডার
  5. ৩/৪ চা চামচ বেকিং সোডা
  6. ১ টেবিল চামচ তেল
  7. ১ কাপ সুইট কর্ন
  8. ১ কাপ বোনলেস চিকেন খুব ছোটো ছোটো করে কাটা
  9. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ১০০ গ্রাম মোজারেল্লা চিজ গ্রেট করা
  11. ১০০ গ্রাম প্রসেসড চিজ গ্রেট করা
  12. প্রয়োজন অনুযায়ীঅরিগ্যানো পাউডার ও চিলি ফ্লেক্স
  13. পরিমাণ মতপিজ্জা সস ( বাড়িতে টমেটো, পেঁয়াজ, রসুন, অরিগ্যানো পাউডার, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে বানানো পিৎজা সস
  14. প্রয়োজন মতপরিমাণমতো বাটার
  15. ২ কাপ নুন

রান্নার নির্দেশ সমূহ

৬ টি পিৎজা বেস ১.২০ ঘণ্টা+টপিং ১৫ মিনিট
  1. 1

    আমি পিৎজা সস আগেই বানিয়ে রেখেছিলাম।

  2. 2

    পিৎজা বেস বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা, তেল, নুন আগে মিশিয়ে একটু একটু করে দই দিয়ে মাখতে হবে। জল দিতে হবে না, পুরোটাই দই দিয়ে মাখতে হবে।

  3. 3

    এইবার ময়দার ডো ১০-১৫ মিনিট একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  4. 4

    গ্যাস জ্বেলে একটি কড়াই রেখে ওতে ২ কাপ নুন দিতে হবে। তার ওপর একটি কুকারের প্লেট রেখে একটি বড়ো স্টিল বা অ্যালুমিনিয়ামের প্লেট রাখতে হবে। প্লেটকে ভালো করে গরম করতে হবে।

  5. 5

    এবার ময়দার ডো থেকে ৬ টি বল কেটে এক একটি বলকে রুটির মত বেলতে হবে। রুটি যত পাতলা হবে বেকিং এর পর এটি দ্বিগুণ মোটা হয়ে যাবে, তাই সেইভাবে বেলতে হবে। এবার একটি কাঁটা চামচ দিয়ে কয়েকবার ফুটো করতে হবে।

  6. 6

    এবার কড়াইতে যে প্লেটটি গরম করা হয়েছে তার ওপর অল্প তেল দিয়ে গ্রিজ করে একটি রুটি রেখে ঢেকে দিতে হবে।

  7. 7

    ১০ মিনিট পর বেস টি উল্টে আরো ২-৩ মিনিট রেখে উঠিয়ে নিতে হবে।

  8. 8

    এইভাবে সবকটি বেস বানাতে হবে।

  9. 9

    এখন একটি বেস এর উপর অল্প বাটার মাখাতে হবে। তাহলে পিৎজা মুচমুচে হবে। এরপর পিৎজা সস মাখাতে হবে। সস বেস এর ধার থেকে একটু জায়গা ছেড়ে লাগাবেন নাহলে ধারগুলো পরে ভিজে নরম হয়ে যাবে।

  10. 10

    টপিং এর জন্য সুইট কর্ন সিদ্ধ করে এবং চিকেন টুকরোগুলো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আগে ভেজে রাখতে হবে।

  11. 11

    পিৎজা সসের ওপর সিদ্ধ কর্ন ও ভাজা চিকেনের টুকরোগুলো ছড়িয়ে দিতে হবে। ভেজ পিৎজার জন্য শুধু কর্ন দিতে হবে।

  12. 12

    এর ওপর গ্রেট করা মজারেলা চিজ ও প্রসেসড চিজ এর মিশ্রণ ছড়িয়ে দিতে হবে।

  13. 13

    এরপর অরিগ্যানো পাউডার ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে।

  14. 14

    এবার গ্যাসে একটি তাওয়া রেখে গরম করতে হবে। এরপর টপিং সমেত পিৎজা কম আঁচে রেখে ঢেকে দিতে হবে। ১ মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে চিজ গলে গেছে কিনা।

  15. 15

    চিজ গলে গেলে উঠিয়ে নিতে হবে। এইভাবে সবকটি পিৎজা বানাতে হবে।

  16. 16

    এখন পিৎজা কাটার দিয়ে ৪ টি ত্রিকোণাকার টুকরো করতে হবে।

  17. 17

    এবার অরিগ্যানো পাউডার, চিলি ফ্লেক্স ও টমেটো কেচাপ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। দেখবেন বাচ্চা থেকে বড়ো রা সবাই ভালোবেসে খাবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Top Search in

Similar Recipes