চিকেন লেগ রোস্ট (chicken leg roast recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#যেমন খুশি রাঁধুন
#স্বাদের রান্না

চিকেন লেগ রোস্ট (chicken leg roast recipe in bengali)

#যেমন খুশি রাঁধুন
#স্বাদের রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 4 টেচিকেনের লেগ
  2. 2 টোবড় পেঁয়াজ
  3. 1 কাপটকদই(চায়ের কাপ)
  4. 1 টাগোটা রসুন
  5. 1"আদা
  6. 8-9 টাগোটা শুকনো লঙ্কা
  7. 2 টোতেসপাতা
  8. 2 টো +1 টুকরোএলাচ, দারচিনি ও জয়িত্রি জায়ফল,3_4 টে লং গুঁড়ো করা
  9. 2 টেবিল চামচ গোলাপ জল
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. স্বাদ মতনুন
  13. প্রয়োজন মত সর্ষের তেল
  14. 2 চা চামচঘি
  15. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  16. পরিমাণ মত জল
  17. 1টেবিল চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে শুকানো লঙ্কা গুলি 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর পেস্ট করে নিতে হবে। তারপর চিকেনের লেগ গুলি ভালো করে ধুয়ে চিরে নিয়ে তার মধ্যে লঙ্কা পেস্ট,নুন,হলুদ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে 10 মিনিট।আদা ও রসুন একসাথে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    একটা পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে আর একটা পেঁয়াজ একটু বড় করে কেটে নিতে হবে। এবার চিকেন গুলি তে আদা ও রসুনের পেস্ট,টকদই,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিট।

  3. 3

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে প্রয়োজন মত সর্ষের তেল ও 1 চা চামচ ঘি দিতে হবে গরম হলে পেঁয়াজ কুচি ও একটু নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে তারপর তেসপাতা ও টুকরো করা পেঁয়াজ দিয়ে নেড়ে মেখে রাখা চিকেন ও বাটি টা ধুয়ে জল দিয়ে নেড়ে চেড়ে আচ কমিয়ে সেদ্ধ হাওয়ার জন্য দমে বসাতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে ।

  4. 4

    চিকেন সেদ্ধ হয়ে মসলা কষানো হলে 1 চা চামচ ঘি,গোলাপ জল আর এলাচ,দারচিনি,লং, জয়িত্রি ও জায়ফল গুঁড়ো আর ভাজা পেঁয়াজ গুলি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট কম আচে রেখে দিতে হবে তারপর পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes