নিরামিষ আলু র দম (niramish aloor dum recipe in Bengali)

Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

#GA4
#week1
পাজেল বক্স থেকে আমি আজ আলু কে বেছে নিলাম।

নিরামিষ আলু র দম (niramish aloor dum recipe in Bengali)

#GA4
#week1
পাজেল বক্স থেকে আমি আজ আলু কে বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
4জন
  1. 6 টিআলু
  2. 1 চামচআদা বাটা
  3. 1/2 কাপটমেটো বাটা
  4. পরিমান মতোকাজু বাদাম আধা গুঁড়ো করা
  5. স্বাদমতোনুন ও চিনি
  6. স্বাদ মতোলঙ্কা গুঁড়ো
  7. 1/4 চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচগোটা গরম মশলা ও গরম মসলা গুড়ো
  9. 1/2 চা চামচ কসুরি মেথি গুঁড়ো
  10. 1/2 কাপসর্ষের তেল
  11. পরিমাণ মতোধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    সবার প্রথমেই আলু ভালো করে ধুয়ে, খোসা ছাড়িয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।তারপর সেদ্ধ আলু, কড়াইয়ে তেল গরম হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে ।

  2. 2

    এরপর কড়াইয়ে গোটা গরম মশলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে, তাতে আদা বাটা দিতে হবে ।একটু ভাজা হয়ে গেলে তাতে টমেটো বাটা দিয়ে আবার একটু কষতে হবে ।

  3. 3

    এরপর একে একে হলুদ, লঙ্কা গুড়ো, পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে কাজু বাদাম গুড়ো দিতে হবে ।ভালো করে কষানো হলে তেল ছেড়ে দেবে ।

  4. 4

    এবার এতে আলু ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।তারপর তাতে প্রয়োজন মতো জল দিয়ে একটু ঢাকা দিতে হবে ।

  5. 5

    মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে তাতে গরম মসলা গুড়ো,কসুরী মেথি গুড়ো ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।

  6. 6

    গরম গরম ফুলকো লুচি র সাথে জমে যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

Similar Recipes