চিকেন বিরিয়ানি(Chicken Biriyani recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#পূজা2020
#week1
ঠাকুর দেখতে যাওয়া মানে জম্পেশ করে কব্জি ডুবিয়ে খাওয়া. ঘুরতে যাওয়ার সময় চারিদিকে খাবারের গন্ধে ময় ময় করে. বিশেষ করে বিরিয়ানির গন্ধ. এই বছর ঘুরতে যাব না বলে কি বিরিয়ানি খাব না. এই বিরিয়ানি যদি আমরা ঘরে বানিয়ে ফেলি সেটা আরো স্বাস্থ্যসম্মত হবে আর খেতে ভালো লাগবে

চিকেন বিরিয়ানি(Chicken Biriyani recipe in Bengali)

#পূজা2020
#week1
ঠাকুর দেখতে যাওয়া মানে জম্পেশ করে কব্জি ডুবিয়ে খাওয়া. ঘুরতে যাওয়ার সময় চারিদিকে খাবারের গন্ধে ময় ময় করে. বিশেষ করে বিরিয়ানির গন্ধ. এই বছর ঘুরতে যাব না বলে কি বিরিয়ানি খাব না. এই বিরিয়ানি যদি আমরা ঘরে বানিয়ে ফেলি সেটা আরো স্বাস্থ্যসম্মত হবে আর খেতে ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. চালের জন্য
  2. 500 গ্রামবাসমতী রাইস
  3. স্বাদ মত লবণ
  4. 2 টিদারচিনি
  5. 4 টি এলাচ
  6. 5 টিলবঙ্গ
  7. 1 টুকরোজয়িত্রী
  8. 2 টিতেজপাতা
  9. মাংসের জন্য
  10. 400 গ্রামমুরগির মাংস
  11. 4 টিপেঁয়াজ(2 টি কুচানো,2 পেস্টের জন্য)
  12. 2টেবিল চামচ আদা কুচি
  13. 1 টাগোটা রসুন
  14. 75 গ্রামটক দই
  15. 1/2 কাপদুধ
  16. 1টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  17. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  18. 1টেবিল চামচ খোয়া ক্ষীর
  19. 1টেবিল চামচ পাতিলেবু রস
  20. 5-6টেবিল চামচ সাদা তেল
  21. 2টেবিল চামচ বিরিয়ানী মসলা
  22. স্বাদমতোলবণ
  23. 2টেবিল চামচ ঘি
  24. 2 টিদারচিনি
  25. 4 টিএলাচ
  26. 4 টিলবঙ্গ
  27. 1 টিস্টার এনিস
  28. 1 টুকরোজয়িত্রী
  29. 1/4 টুকরোজায় ফল
  30. 1/2টেবিল চামচ গোলমরিচ
  31. 3 টি বড় আলু
  32. 3 টিডিম
  33. প্রয়োজন মতজাফরানের মিশ্রন
  34. 1 চা চামচ গোলাপজল
  35. 2 চা চামচ কেওড়া জল
  36. 2-3 টিজাফরান
  37. 2 ফোঁটামিঠা আতর
  38. দুধের মিশ্রন
  39. 1/4 কাপ দুধ
  40. 1/4 চা চামচএলাচ গুঁড়ো
  41. 1টেবিল চামচ খোয়া ক্ষীর
  42. দম দেওয়ার জন্য
  43. 2টেবিল চামচ ঘি
  44. 1/2টেবিল চামচ বেরেস্তা
  45. প্রয়োজন মতমেখে নেওয়া আটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে. একঘন্টা পরে জলটা ঝড়ার জন্য রাখতে হবে.মাংস ভালো করে ধুয়ে মাংসের গা চিরে চিরে নিতে হবে. এবার সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে. বড় সাইজের আলু নিয়ে মাঝখান থেকে দুভাগ করে দিতে হবে. ডিম সেদ্ধ করে নিতে হবে. এবার দুধের মধ্যে এলাচ গুঁড়ো,খোয়া ক্ষীর,মিশিয়ে নিতে হবে.

  2. 2

    একটি হাঁড়িতে জল নিয়ে তেজপাতা দিয়ে গরম করতে দিতে হবে. এবার সেই হাড়ির উপরে কিছুটা লবণ নিয়ে তার উপর গোটা গরম মসলা রেখে দিতে হবে. জলটা যখন ফুটে উঠবে তখন লবণ আর গোটা গরম মসলা দিতে হবে. এবার জল ঝরানো চালটা দিয়ে দিতে হবে.80% মত সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে.

  3. 3

    এবার 2 টি পেঁয়াজ,আদা, রসুন মিক্সচারে ভালো করে পেস্ট করে নিতে হবে. এবার একটি কাপড়ের সাহায্যে ভালো করে রসটা বের করে নিতে হবে. এই রস দিয়েই মাংস রান্না হবে. একটি বাটিতে গোলাপজল, কেওড়া জল, মিঠা আতর জাফরান মিশিয়ে রেখে দিতে হবে.

  4. 4

    এবার গ্যাসে হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিতে হবে. এবার 2টি পিয়াজ দিয়ে লাল লাল কড়া করে ভেজে নিতে হবে. হাফ টেবিল চামচ এর মত পেঁয়াজ উঠিয়ে নিয়ে বাকিটা হাড়ির মধ্যে রেখে এবার 3-4 গ্লাসের মতো জল দিয়ে দিতে হবে. শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো,লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে. এবার আলু গুলো দিয়ে দিতে হবে.80% মত যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে. এবার সামান্য থেঁতো করা গোটা মশলাগুলো দিতে হবে.

  5. 5

    এবার মাংসগুলো দিয়ে দিতে হবে. লবণ দিতে হবে. এবার আদা,পেঁয়াজ ও রসুনের রস দিতে হবে. এবার ঢেকে দিতে হবে. 15 মিনিট পর বিরিয়ানী মসলা দিয়ে দিতে হবে. এবার আলু গুলো, ডিম দিতে হবে. লেবুর রস, টকদই দিতে হবে. দুধ খোয়া ক্ষীর দিতে হবে. এবার দুই টেবিল চামচ ঘি দিতে হবে.এবার জল ঝরানো সেদ্ধ রাইস দিয়ে দিতে হবে. সামান্য লবণ দিতে হবে.এরপর থেকে ভাজা পেঁয়াজ গুলো দিতে হবে, দুধে ভেজানো খোয়া ক্ষীর, জাফরান মেশানো জল দিত হবে. এবারও এর উপর থেকে 2 টেবিল চামচ এর মত ঘি দিতে হবে.

  6. 6

    এবার হাঁড়ির মুখে আটা লাগিয়া ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিতে হবে. এবার প্রথমে 5 মিনিটের জন্য হাই হিটে এবং 30 থেকে 35 মিনিটের জন্য লো আচে দমে বসাতে হবে. 35 মিনিট পর উপর থেকে আরো 2 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে. এবার নামিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে সঙ্গে ধনেপাতার চাটনি, পেঁয়াজ শসা দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes