ছানার জিলেপি (chanar jilipi recipe in Bengali)

Nabanita Sarkar Modak
Nabanita Sarkar Modak @cook_25535105

#ebook2
#দূর্গাপূজা দুর্গাপূজায় আমরা অনেকরকম মিষ্টি বানিয়েথাকি। আমি এবার বানিয়েছি নরম তুলতুলে ছানার জিলেপি।

ছানার জিলেপি (chanar jilipi recipe in Bengali)

#ebook2
#দূর্গাপূজা দুর্গাপূজায় আমরা অনেকরকম মিষ্টি বানিয়েথাকি। আমি এবার বানিয়েছি নরম তুলতুলে ছানার জিলেপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩-৪জনের জন্য
  1. ৪০০গ্রাম ছানা
  2. ১ টেবিল চামচ ময়দা
  3. ১টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  4. ১ চা চামচ ঘি
  5. ২ কাপ চিনি
  6. ২ কাপ জল
  7. পরিমাণ মত সাদা তেল
  8. স্বাদ মতলেবু
  9. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  10. পরিমাণ মতোড্রাই ফ্রুট

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে ছানাতে ময়দা কনফ্লোর ঘি মিশিয়ে নেব এবার প্রায় ২০-২৫ মিনিট ধরে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব।এবার একটি ডোহ বানিয়ে ৩-৪মিনিট ঢেকে রেখে দেবো।

  2. 2

    এবার ডোহ থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে দুহাতের সাহায্যে লোম্বা লোম্বা করে জিলেপির মতো পেছিয়ে নিতে হবে।এভাবে সব গুলি করে নেব।

  3. 3

    ওভেনে কড়া বসিয়ে তেল দিয়ে গরম করে নেব এবার বানিয়ে রাখা জিলেপি গুলো তেলে দিয়ে দেবো।কম আঁচেই ভেজে নেব বাদামী রঙ করে।

  4. 4

    অন্যদিকে আর একটি কড়া ওভেনে বসিয়ে ২কাপ চিনি, ২কাপ জল,সামান্য লেবুর রস ও এলাচগুঁড়া দিয়ে ১০মিনিট হতে দেবো। এবার ভেজে নেওয়া জিলেপি গুলি চিনির সিরাপে দিয়ে আরো ৫-৭মিনিট রান্না করে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো।

  5. 5

    জিলেপি ঠান্ডা হয়ে গেলে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকরেশন করে পরিবেশন করে দেবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Sarkar Modak
Nabanita Sarkar Modak @cook_25535105

Similar Recipes