ছোলার ডাল (cholar dal recipe in bengali)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

ছোলার ডাল (cholar dal recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামছোলার ডাল
  2. 1 চা চামচআদাবাটা
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1/2 চা চামচকাশ্মিরি লংকার গুঁড়ো
  5. 1 চিমটিহিং
  6. স্বাদ মতোনুন
  7. 2 চা চামচচিনি ২
  8. 1 টিতেজপাতা
  9. 1 টাশুকনো লংকা
  10. 1/2 চা চামচগোটা জিরে অল্প
  11. 2টিকাঁচালংকা
  12. 2 চা চামচঘি
  13. 1 চা চামচভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলার ডাল ৫-৬ ঘন্টা ভিজিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব।এমনভাবে সেদ্ধ করব যাতে পুরো গলে না যায়। গোটা থাকে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লংকা, গোটা জিরে, হিং ফোরন দেব। আদাবাটা দিয়ে হালকা ভেজে নেব।

  3. 3

    এবার ওর মধ্যে হলুদ গুড়ো দিয়ে একটু নেড়ে ডাল টা দেব।কাচালংকা দেব। নুন চিনি দেব।

  4. 4

    ফুটে উঠলে ঘি দেব। ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখব। তারপর পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

Similar Recipes