লাউ চিংড়ি (lau chingri recipe in bangali

Shibu Biswas
Shibu Biswas @cook_27693166

#শীতেরসবজি
#গল্পকথায়

লাউ চিংড়ি বাঙালিদের খুব প্রিয়। আর এই ঠান্ডায় এরকম খাবার হলে আর কি চাই।

লাউ চিংড়ি (lau chingri recipe in bangali

#শীতেরসবজি
#গল্পকথায়

লাউ চিংড়ি বাঙালিদের খুব প্রিয়। আর এই ঠান্ডায় এরকম খাবার হলে আর কি চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টা ছোট লাউ
  2. ২৫০ গ্রাম চিংড়ি
  3. ২ টা তেজপাতা
  4. ২ টা শুকনো লংকা
  5. ৪-৫ টা কাঁচা মরিচ
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  7. ১ চা চামচ ভাজা জিরা গুঁড়া
  8. ১/৪ চা চামচ জিরা
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সামগ্রী এক জায়গায় করে লাউ একদম ছোট করে কেটে নিতে হবে। আর চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে জিরা, তেজপাতা ও শুকনো লংকা ফোরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে তারপর হলুদ ও নুন দিয়ে লাউ তে জল ছেড়ে দিয়ে গোলে যাওয়া পর্যন্ত হতে দিতে হবে।

  3. 3

    এবার ওর মধ্যে কাঁচা মরিচ দিয়ে একটু নডেচড়ে তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ৪-৫ মিনিট হতে দিতে হবে। তারপর ওর মধ্যে ভাজা জিরা গুড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

  4. 4

    এবার একটা সার্ভিং প্লেটে সাজিয়ে পরবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shibu Biswas
Shibu Biswas @cook_27693166

Similar Recipes