নবরত্ন কোর্মা (naboratno korma recipe in Bengali)

Molly Chakraborty
Molly Chakraborty @cook_27862912

#গল্পকথায়
#শীতকালীনসব্জী
এটি একটি শীতের সব্জি দিয়ে তৈরি রেসিপি।

নবরত্ন কোর্মা (naboratno korma recipe in Bengali)

#গল্পকথায়
#শীতকালীনসব্জী
এটি একটি শীতের সব্জি দিয়ে তৈরি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তৈরি করতে ৩০ মিনিট লাগেব
৬/৭ জনের জন্য তৈরি রেসিপি
  1. ১০০গ্রামবিন্স
  2. ১০০গ্রাম গাজর
  3. ১০০গ্রাম ফুলকপি
  4. ১০০ গ্রাম ক্যাপ্সিকাম
  5. ১০০গ্রামকিসমিস
  6. ২০০ গ্রামপনির
  7. ১০০গ্রামমটরশুঁটি
  8. ১০০গ্রাম কুমড়ো
  9. ১০০গ্রামআলু
  10. বাটার জন্য
  11. ১/২নারকেল
  12. ১ টা বড়পেঁয়াজ
  13. ১ টুকরোআদা
  14. ৪টকরোরসুন
  15. ২ চা চামচধনে
  16. ১ চা চামচজিরা
  17. ২ টেবিল চামচ পোস্ত দানা
  18. ৪টি কাঁচালঙ্কা
  19. গ্রেভি র জন্য পেষ্ট করে রাখতে হবে
  20. ২০ টাকাজুবাদাম
  21. ১ কাপ টকদই

রান্নার নির্দেশ সমূহ

তৈরি করতে ৩০ মিনিট লাগেব
  1. 1

    সব সব্জি সিদ্ধ করে নিতে হবে

  2. 2

    একটি কড়াতে ৩ টেবিল চামচ ঘি গরম করে গোটা গরম মশলা ফোরন দিয়ে বাটা মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর কাজুবাদাম টকদ্ই এর পেষ্ট দিয়ে ভালো করে ভাজতে হবে।

  3. 3

    কিছুক্ষণ পর ঢাকা খুলে নারাচারা করে স্বাদমতো নুন ও মিষ্টি দিতে হবে। মিনিট খানেক নারাচারা করে গরম মশলা ও কিসমিস ছরিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    খেতে বসার আগে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে হবে

  5. 5

    এরপর সমস্ত সিদ্ধকরা সব্জি কড়াতে দিয়ে ভালো করে ভাজতে হবে ।এরপর ৫মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Molly Chakraborty
Molly Chakraborty @cook_27862912

Similar Recipes