ডাল মাখানি(Dal Makhani recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#সংক্রান্তির রেসিপি
পাঞ্জাবে এটি খুব প্রসিদ্ধ লহরির পদ। বাড়িতে বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে উপভোগ করা হয় এই ডাল মাখানি।

ডাল মাখানি(Dal Makhani recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
পাঞ্জাবে এটি খুব প্রসিদ্ধ লহরির পদ। বাড়িতে বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে উপভোগ করা হয় এই ডাল মাখানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 70 গ্রামহালি মুগ
  2. 50 গ্রামসাদা বরবটি
  3. 50 গ্রামলাল রাজমা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 2 টোতেজপাতা
  7. 2 টোশুকনো লঙ্কা
  8. 1টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  9. 1টেবিল চামচ কসুরি মেথি
  10. 1টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. 6-8 টারসুন কোয়া
  12. 2টেবিল চামচ ঘি
  13. 1টেবিল চামচ সাদা তেল
  14. 1/2 চা চামচজিরে
  15. 1 চা চামচমাখন
  16. স্বাদ অনুযায়ীনুন আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    ডাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর সেদ্ধ করে নিতে হবে তেজপাতা ও গোটা রসুন কোয়া দিয়ে।

  2. 2

    কড়াতে তেল ও ঘি গরম করে সামান্য জিরে, শুকনো লঙ্কা দিয়ে আদা ও রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে এতে কসুরি মেথি গুঁড়ো দিয়ে নাড়তে হবে।

  3. 3

    এবার সেদ্ধ ডালটা ঢেলে দিয়ে সাঁতলে নিতে হবে নুন ও মিষ্টি সহযোগে। ওপর থেকে মাখন, লাল লঙ্কা গুঁড়ো ও ক্রিম দিয়ে নেড়ে,ধনে পাতা ছড়িয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করতে হবে পছন্দের রুটি বা নান এর সাথে।

  4. 4

    বি:দ্র ডাল বেশি গাঢ় হয়ে গেলে সামন্য গরম জল দিয়ে পাতলা করে নেয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Top Search in

মন্তব্যগুলি (15)

Similar Recipes