ভেটকি মাছের ফিস ফ্রাই (vetki macher fish fry recipe in Bengali)

Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

ভেটকি মাছের ফিস ফ্রাই (vetki macher fish fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
4 সারভিংস
  1. 6 পিসভেটকি মাছ
  2. 2টেবিল চামচ পিয়াঁজ আদা রসুন লঙ্কা বাটা
  3. 1 টাপিয়াঁজ কুচি
  4. 1 টালঙ্কার কুচি
  5. 1 চা চামচজিরে গুঁড়ো
  6. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  7. 1 চা চামচচাট মসলা
  8. 1 চা চামচচিলি ফ্লেক্স
  9. 2টেবিল চামচ ময়দা
  10. 3টেবিল চামচ চালের গুঁড়ো
  11. 1 চিমটিখাবার সোডা
  12. স্বাদ অনুযায়ী নুন
  13. 2টেবিল চামচ চিনি
  14. 2টেবিল চামচ কাসুন্দি
  15. প্রয়োজন মতো চটপটা মসলা(জিরে,সুকনোলঙ্কা,বিট লবণ,চাট মসলা,হজমলা, ম্যাগি মসলা দিয়ে ঘরে বানানো)
  16. প্রয়োজন অনুযায়ী সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো ভাবে ধুয়ে একটু সিদ্ধ করে মাছ গুলো কাটা বেছে নিয়ে পিয়াঁজ আদা,রসুন,লঙ্কা বাটা,পিয়াঁজ লঙ্কার কুচি দিয়ে ভালো করে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। 10 মিনিট পরজিরে গুঁড়ো,লঙ্কার গুঁড়ো,লবনচাট মসলা,চিলি ফ্লেক খাবার সোডা ও চিনি দিয়ে ভালোকরে মেখে নিয়ে ময়দা ও চালের গুঁড়োর ছড়িয়ে একটা নিজের পছন্দ মতো সেপ তৈরি করতে হবে

  2. 2

    এবার উনুনে একটি পাত্র বসিয়ে পর্য্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে ফিস ফ্রাই গুলো লাল করে ভেজে নিতে হবে

  3. 3

    এপিঠ ওপিঠ লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম চা কিংবা কফির সাথে উপর থেকে চটপটা মসলা ছড়িয়ে সস ও কাসুন্দি সহযোগে পরিবেশন করতে হবে ভেটকি মাছের ফিস ফ্রাই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Roy
Rakhi Roy @cook_18785631

Similar Recipes