মোচার ঘন্ট (Mochar Ghonto recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#ফেব্রুয়ারি৩
#মোচারঘন্ট

মোচার ঘন্ট (Mochar Ghonto recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
#মোচারঘন্ট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫ জন
  1. ১ টাগোটা মোচা
  2. ১টা মাঝারি আলু (ডুমো করে কাটা)
  3. ১/২ কাপনারকেল কুচি
  4. ১/৪কাপভেজানো কাঁচা ছোলা
  5. ১ চা চামচগোটা জিরে
  6. ২ টোশুকনোলঙ্কা
  7. ২ টোতেজপাতা
  8. ২ টোএলাচ
  9. ৪ টেকাঁচালঙ্কা
  10. স্বাদমতোলবণ ও চিনি
  11. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ ল‌ঙ্কা গুঁড়ো
  13. ১ চা চামচ জিরে গুঁড়ো
  14. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  15. প্রয়োজন অনুযায়ীদুধ
  16. ১ চা চামচ ঘি
  17. ৫টেবিল চামচসর্ষের তেল
  18. ২ টোনারকেল ফালি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    মোচা কেটে ধুয়ে ২ঘন্টা ১/২চা চামচ হলুদগুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইয়ে জল ঝরানো মোচা দিয়ে অল্প লবণ, ১/২চা চামচ হলুদগুঁড়ো, ভেজানো ছোলা, দেড়কাপ জল দিয়ে ৭-৮ মিনিট ঢেকে ভাপিয়ে নিয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে সর্ষেরতেল গরম করে নারকেল কুচি হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে। এবার গোটামশলা ফোড়ণ দিয়ে আলু ভেজে নিতে হবে।

  4. 4

    আলু একটু ভাজা হলে লবণ, চিনি, বাকি গুঁড়োমশলা দিয়ে কষতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাপানো মোচা ও ছোলা দিয়ে ভালো করে নাড়তে হবে ও মাঝারি আঁচে ঢেকে ঢেকে মাঝেমাঝেই নেড়ে নিতে হবে।

  5. 5

    মোচা শুকিয়ে এলে দুধ দিয়ে নেড়ে ভেজে রাখা নারকেল কুচি দিয়ে আরো খানিকক্ষণ ঢেকে অল্প আঁচে রাখতে হবে।

  6. 6

    আলু, ছোলা, মোচা সুসিদ্ধ হয়ে কড়াই থেকে ছেড়ে আসলে ঘি, চেরা কাঁচালঙ্কা দিয়ে আঁচ নিভিয়ে দু-তিন মিনিট স্ট‍্যান্ডিং টাইমে রাখতে হবে।

  7. 7

    সার্ভিং ব‌উলে রেখে উপরে নারকেলের ফালি ও কাঁচালঙ্কা দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে মোচার ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes