সবজি দিয়ে মাছের ঝোল(sabji diye macher jhol recipe in Bengali)

Payel Chongdar
Payel Chongdar @cook_24858428

#ফেব্রুয়ারি২
#মাছেরঝোল
আমি এখানে মাছের ঝোল বেছে নিয়েছি ।আমি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছি।এই ঝোল শরিরীর পক্ষে খুব উপকারি।আরকিছু দিন পরে গরম পরবে তাই এই ঝোল মাঝে মধ্যে খেলে ভালো ।

সবজি দিয়ে মাছের ঝোল(sabji diye macher jhol recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
#মাছেরঝোল
আমি এখানে মাছের ঝোল বেছে নিয়েছি ।আমি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছি।এই ঝোল শরিরীর পক্ষে খুব উপকারি।আরকিছু দিন পরে গরম পরবে তাই এই ঝোল মাঝে মধ্যে খেলে ভালো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ৫ টুকরোমাছ(নুন, হলুদ মাখিয়ে ভেজে রাখা)
  2. ১টা গাজর লম্বা করে কাটা
  3. ২টো পটোল (১টা পটোলকে ৪ ফালি করে নিয়েছি)
  4. ৫-৬ টা ঢেঁড়শ আরা আরি করে কাটা
  5. ১টা আলু লম্বা করে কাটা
  6. ১ভাগ কাঁচা পেঁপে লম্বা করে কাটা(১টা পেঁপের ৪ভাগের ১ ভাগ)
  7. ১/২ চা চামচ গোটা জিরে
  8. ১টা তেজ পাতা
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১টা বড় পেঁয়াজ কুচি
  14. ১টা বড় টমেটো কুচি
  15. ১টেবিল চামচ আদা,রসুন পেষ্ট
  16. স্বাদ মতনুন আর চিনি
  17. পরিমান মত সরষের তেল
  18. পরিমান মত জল
  19. ২টো কাঁচা লঙ্কা চেরা
  20. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে করাইতে পরিমান মত তেল দিয়ে গরম করে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ঐ তেলের মধ্যে কেটে রাখা আলু,পেঁপে,গাজর,পটোল একসাথে দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  2. 2

    তারপর ওর মধ্যে কেটে রাখা ঢেঁড়শ গুলো দিয়ে আবার একটু ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, টমেটো,আদা, রসুন পেষ্ট দিয়ে ভালো করে নেরে নিতে হবে

  3. 3

    তারপর ঐ সবজির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমান মত নুন, চিনি আর সামান্য জল দিয়ে ভালো করে নেরে নিতে হবে

  4. 4

    কিছুক্ষণ নেরে নিয়ে ঝোল রাখার মত পরিমান মত জল দিয়ে দিতে হবে ঝোল ফুটে উঠলে একটু ফুটিয়ে ভেজে রাখা মাছ গুলো,আর কাঁচা লঙ্কা দিয়ে ফোটাতে হবে সবজি সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেরে নিয়ে ঝোল থাকায় নামিয়ে নিতে হবে

  5. 5

    তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবজি দিয়ে মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payel Chongdar
Payel Chongdar @cook_24858428

Similar Recipes