কড়াই পনির(Kadhai paneer recipe in Bengali)

Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

#GA4
#Week23
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি কড়াই পনির অপশন টি বেছে নিয়েছি।

কড়াই পনির(Kadhai paneer recipe in Bengali)

#GA4
#Week23
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি কড়াই পনির অপশন টি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মি
4জন
  1. 200 গ্রামপনির
  2. 3 টে +1টাপেঁয়াজ কুচি ও 1টি ডাইস করে কাট
  3. 1 টাক্যাপ্সিকাম ডাইস করে কাট
  4. 1 টি +1 টাটমেটো ডাইস কাট ও 1টি পেস্ট
  5. 1 চা চামচআদা রসুন পেস্ট
  6. 2 চা চামচকড়াই মশলা
  7. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  8. 4-5 টেকাঁচা লঙ্কা
  9. 1 চা চামচ কসুরি মেথি
  10. প্রয়োজন অনুযায়ীধনেপাতার কুচি
  11. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  12. স্বাদ অনুসারেনুন

রান্নার নির্দেশ সমূহ

30মি
  1. 1

    প্রথমেই একটি কড়াই মশলা তৈরী করতে হবে। তারজন্য 2চামচ ধনে, 1চামচ জিরে, 4-5টে শুকনো লঙ্কা, 1চামচ গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে হবে

  2. 2

    এবার কড়াই তে খানিক টা সাদা তেল গরম করে তাতে ডাইস কাটা পনির, পেঁয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো, কাচালঙ্কা, হালকা করে টস করে নিতে হবে

  3. 3

    এরপর আবার কড়াই এ সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, এবার এতে আদা রসুন পেস্ট যোগ করতে হবে, কাচা গন্ধ চলে গেলে টমেটো পেস্ট যোগ করতে হবে।

  4. 4

    মশলা খুব ভাল করে কষতে হবে।স্বাদ অনুসারে নুন ও হলুদ, লঙ্কা গুঁড়ো যোগ করে ভাল করে মেশাতে হবে।

  5. 5

    তেল ছেড়ে এলে এতে টস করে রাখা সবজি ও পনির যোগ করতে হবে।

  6. 6

    2মি ঢাকা দিয়ে রেখে উপর থেকে গরম মশলার গুঁড়ো, কড়াই মশলা,কসুরী মেথি ও ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

Similar Recipes