এঁচোড় চিংড়ি(enchor chingri recipe in Bengali)

Rumki Mondal
Rumki Mondal @cook_28194610

এচোড় কে অনেকেই গাছ পাঠা বলে কারন ভালো করে মশলা দিয়ে করলে পাঠার মাংস র মতো লাগে ।তার সাথে যদি চিংড়ি দেওয়া হয় তাহলে তো বলার ই নেই । অসাধারণ খেতে লাগে।

এঁচোড় চিংড়ি(enchor chingri recipe in Bengali)

এচোড় কে অনেকেই গাছ পাঠা বলে কারন ভালো করে মশলা দিয়ে করলে পাঠার মাংস র মতো লাগে ।তার সাথে যদি চিংড়ি দেওয়া হয় তাহলে তো বলার ই নেই । অসাধারণ খেতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৮ জনের জন্য
  1. ১ টা মাঝারি এঁচোড়
  2. ২ টো আলু
  3. ১ টা পেঁয়াজ কুচি
  4. ১ টাপেঁয়াজ পেস্ট করার জন্য
  5. ১ টি টমেটো
  6. ১ টেবিল চামচ আদা বাটা
  7. ১/২ টেবিল চামচ রসুন বাটা
  8. ৮ টেবিল চামচ তেল
  9. স্বাদ মতনুন
  10. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ চিনি
  13. ৫০ গ্রাম চিংড়ি মাছ
  14. ১ টেবিল চামচ গোটা জিরে
  15. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে এচোড় ও আলু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে কুকারে পরিমাণ মতো জল ও সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর সমস্ত উপকরন রেডি করতে হবেও চিংড়ি মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে গোটা জিরে ফোড়ন দিতে হবে ও তারপর পিয়াজ কুচি গুলো লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    তারপর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে ও আন্দাজ মতো নুন,মিষ্টি দিতে হবে ।এরপর সিদ্ধ করে রাখা এচোড় ও আলু দিয়ে মশলা র সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ও সামান্য জল দিয়ে দিয়ে ৫ মিনিট কষতে হবে।

  5. 5

    কষা হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে ও ১ কাপ জল দিয়ে কম আচে হতে দিতে হবে ৫ মিনিট।এবং নামাবার আগে ১/২ চা চামচ গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    আপনার এচোড় চিংড়ি খাবার জন্য তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Mondal
Rumki Mondal @cook_28194610

Similar Recipes