এগ কষা (egg kosha recipe in bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#ebook06

এই পাজেল থেকে আমি এগ কষা বেছে নিলাম।।

এগ কষা (egg kosha recipe in bengali)

#ebook06

এই পাজেল থেকে আমি এগ কষা বেছে নিলাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4 টাডিম
  2. 2 টিআলু
  3. পরিমাণ মতসর্ষের তেল
  4. 1 টাবড় পেঁয়াজ
  5. 1 টাকাঁচা লঙ্কা
  6. 2 কোয়ারসুন
  7. 1 চা চামচআদা বাটা
  8. 1 টামাঝারি টমেটো
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ মতনুন
  11. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  12. 1/2 চা চামচধনে গুঁড়ো
  13. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  15. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডিম আর আলু সেদ্ধ করে নিলাম, এবার ডিম আর আলু নুন, হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এখন পরিমাণ মতো তেলে পিয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এলে আদা রসুন বাটা, টমেটো কুচি ও অল্প নুন দিয়ে কষিয়ে নিতে হবে।

  2. 2

    টমেটো নরম হয়ে গেলে জিরে, ধনে, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    জল শুকিয়ে গেলে ভেজে রাখা ডিম ও আলু দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল ও ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলেই রেডি এগ কষা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

Similar Recipes