মিনি মোগলাই (Mini Mughlai recipe in bengali)

Tiyas Kundu
Tiyas Kundu @cook_30341862

মিনি মোগলাই (Mini Mughlai recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম চিকেন কিমা
  2. ৫০০ গ্রাম ময়দা
  3. স্বাদ মত নুন
  4. ১/২ চা চামচচিনি
  5. ১/২ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ রসুন বাটা
  7. ১/২ ক্যাপ্সিকাম
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১.৫ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  12. ১ চা চামচ ক্যাওড়া জল
  13. প্রয়োজন অনুযায়ীসাদা তেল (ভাজার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা টা সামান্য নুন, চিনি ও তেল দিয়ে ময়দা মেখে নিয়ে লেচি কেটে নিতে হবে। এবার চিকেন কিমা টা ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ক্যাপসিকামটি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর একটি পাত্রে জল ঝরিয়ে রাখা চিকেনটির সাথে কেটে রাখা ক্যাপ্সিকাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মসলা এবং ১ চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    এবার একটি কড়াইতে ম্যারিনেট করা চিকেনটিতে অল্প জল দিয়ে খানিক্ষন নাড়াচারা করে নিতে হবে। তেল এর ব্যবহার করতে হবে না কারণ ম্যারিনেট এর সময় তেল দেওয়া আছে)

  4. 4

    তারপর লেচিটিকে গোল করে বেলে নিতে হবে। তারপর সেটার মাঝ বরাবর কেটে নিতে হবে।

  5. 5

    এবার এক একটি ভাগে ১ চামচ করে কষিয়ে রাখা চিকেন টি দিয়ে ত্রিকোণ করে ভাজ করে নিতে হবে।

  6. 6

    তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে মোগলাই গুলো ছেড়ে দিতে হবে। গ্যাসের আঁচটি কম করে দিতে হবে। মোগলাই এর দু পিঠ লালচে হয়ে এলে তেল ছেকে তুলে নিতে হবে। এবার সস ও স্যালাডের সাথে সার্ভে করুন গরম গরম মিনি মোগলাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tiyas Kundu
Tiyas Kundu @cook_30341862

মন্তব্যগুলি (2)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika
Presentation টা একটু অন্য রকম। সব মিলিয়ে খুব ভালো

Similar Recipes