এগ কষা (Egg Kosha Recipe in Bengali)

Nilakshi Paul
Nilakshi Paul @cook_15904852

#ebook06 week 1

এগ কষা (Egg Kosha Recipe in Bengali)

#ebook06 week 1

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ৬ টা ডিম
  2. ৫০ গ্রাম টক দই
  3. ২ টো পেঁয়াজ
  4. ১ ইঞ্চি আদা
  5. ৮ টা রসুনের কোয়া
  6. ১ টা বড় টমেটো
  7. ৩-৪ টা কাঁচা লঙ্কা
  8. প্রয়োজন মত ধনে পাতা
  9. ১/২ চা চামচ গোটা জিরা
  10. ১টা দারুচিনি
  11. ৩-৪টে ছোট এলাচ
  12. ৫-৬টা লবঙ্গ
  13. ২টো তেজ পাতা
  14. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১ চা চামচ জিরে গুঁড়ো
  16. ১ চা চামচ ধনে গুঁড়ো
  17. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  18. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  19. ১ টেবিল চামচ সর্ষের তেল
  20. স্বাদ মতো লবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ডিম গুলো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসা ছাড়িয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ডিম গুলো তেলের মধ্যে লাল করে ভেজে নিতে হবে। ভাজা ডিম গুলো তারপর আলাদা করে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে নিতে হবে ও তারপর গোটা জিরা, তেজ পাতা ও গোটা গরম মশলা ফোরণ দিতে হবে। তারপর কুচনো পেঁয়াজ ও টমেটো লাল করে ভেজে নিতে হবে। তারপর আদা ও রসুন বাটা দিয়ে ১ মিনিটের মতন কষিয়ে নিতে হবে। তারপর সব গুঁড়ো মশলা (গরম মশলা বাদে) ও লবণ আর চিনি দিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    সব মশলা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে টক দই দিতে হবে ও পরিমান মতন জল দিয়ে ৩ মিনিট ফোটাতে হবে। এরপর ডিম ও কাঁচা লঙ্কা কুচি গুলো দিয়ে দিতে হবে ও ভালো ভাবে নাড়িয়ে দিয়ে আরো ২ মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। তারপর ঢাকনা খুলে গরম মশলা ও ধনে পাতা কুচি দিয়ে আরো ৩০ সেকেন্ড পর ডিমের কষা নামিয়ে নিতে হবে। এরপর গরম ভাত বা রুটি অথবা পরোটার সঙ্গে এই এগ কষা পরিবেশন করবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nilakshi Paul
Nilakshi Paul @cook_15904852

Similar Recipes