আমের পুডিং(Aamer Pudding Recipe in Bengali)

Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

#jamai2021
জামাইষষ্টীতে জামাইকে খাওয়ানোর জন্য আম দিয়ে বানানো একটা ডেজার্ট, আমের পুডিং বানিয়ে এনেছি।অল্প উপকরণে চটজলদি বানানো যায় আর খেতেও বেশ সুস্বাদু ।

আমের পুডিং(Aamer Pudding Recipe in Bengali)

#jamai2021
জামাইষষ্টীতে জামাইকে খাওয়ানোর জন্য আম দিয়ে বানানো একটা ডেজার্ট, আমের পুডিং বানিয়ে এনেছি।অল্প উপকরণে চটজলদি বানানো যায় আর খেতেও বেশ সুস্বাদু ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২-৩জনের জন্য
  1. ১টা আম
  2. ৩/৪কাপ দুধ
  3. ১/৪কাপ চিনি
  4. ১টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  5. ১ চিমটিলবণ
  6. ১/২চা চামচ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    ১টেবিল চামচ দুধে কর্ণফ্লাওয়ার গুলে রাখতে হবে।

  2. 2

    আম খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে বাকি দুধ,চিনি ও লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

  3. 3

    আমের মিশ্রণ সসপ্যানে ঢেলে ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে কর্ণফ্লাওয়ার মেশানো দুধ ঢালতে হবে।একভাবে নাড়তে হবে।

  4. 4

    ঘন হলে গ্যাস বন্ধ করে লেবুর রস মিশিয়ে,তেল বোলানো পাত্রে ঢেলে নিতে হবে।

  5. 5

    ঠান্ডা করে ফ্রিজে ২ঘন্টা রেখে তারপর বের করে প্লেটে বের করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

Similar Recipes