ঝিঙা পোস্ত (Jhinge posto recipe in Bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

#ebook06 #week6

আজ আমি ঝিঙা পোস্ত বানাবো। ঝিঙা গরমকালের সবজি। শরীর ঠান্ডা রাখে। পোস্তও শরীর ঠান্ডা রাখে। ঝিঙা পোস্ত গরমকালের একটি উপাদেয় খাবার।

ঝিঙা পোস্ত (Jhinge posto recipe in Bengali)

#ebook06 #week6

আজ আমি ঝিঙা পোস্ত বানাবো। ঝিঙা গরমকালের সবজি। শরীর ঠান্ডা রাখে। পোস্তও শরীর ঠান্ডা রাখে। ঝিঙা পোস্ত গরমকালের একটি উপাদেয় খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিঃ
২ জনের মত
  1. ৩০০ গ্রাম ঝিঙা
  2. ১ টা ছোট আলু
  3. ২ টেবিল চামচ পোস্ত
  4. ২/৩ টে কাঁচালংকা
  5. স্বাদমত নুন
  6. ১/২ চা চামচচামচ হলুদ
  7. ২ টেবিল চামচ সরষের তেল
  8. ৩/৪ টেবিল চামচ জল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিঃ
  1. 1

    ঝিঙা, আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি

  2. 2

    পোস্ত ধুয়ে বেটে রেখেছি।

  3. 3

    এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি। তেল গরম হলে আলু দিয়ে একটু ভেজে নিয়ে ঝিঙা দিয়েছি। নেড়ে দিয়ে হলুদ, নুন দিয়েছি। এই সময় জল বের হবে। মাঝারি আঁচে রান্না করতে হবে। আবার নেড়েচেড়ে দিয়েছি। ঢাকা দিয়েছি।

  4. 4

    ২/৩ মিঃ পর ঢাকা খুলে কাঁচালংকা আর পোস্ত বাটা দিয়েছি। পোস্তর বাটি ধুয়ে সামান্য জল দিয়েছি। কিছুক্ষণ পর নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি।

  5. 5

    একটা প্লেটে ঢেলে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

মন্তব্যগুলি

Similar Recipes