চিলি পনির(chilli paneer recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

চিলি পনির(chilli paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২জন
  1. ২০০গ্রাম পনির
  2. ১টা ক‍্যাপসিকাম
  3. ৩টা পেঁয়াজ
  4. ২চা চামচ রসুন কুচি
  5. ১ চা চামচ সোয়াসস
  6. ২ চা চামচ সেজোয়ান সস
  7. ১ চা চামচ ময়দা
  8. ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  9. ২ চা চামচ লাল লঙ্কা গুড়া
  10. ১ চা চামচ রেডচিলি সস
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ১ চা চামচ জায়ফল গুড়া
  13. ১কাপ সাদা তেল
  14. ১টা টমেটো
  15. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    👉পনির গুলৌ চোকৌ করে কেটে নিতে হবে।

  2. 2

    👉একটা বাটিতে ১চামচ করে ময়দা ও কর্নফ্লিওয়ার,½চামচ জায়ফল গূড়ি,১চামচ লঙ্কা গুড়া মিশিয়ে নিতে হবে।

  3. 3

    👉এবার ঐ শুকনো মিশ্রণে চোকৌকাটা পনিরগুলো দিয়ে কোট করে নিতে হবে।

  4. 4

    👉এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম করে শুকনো উপকরণে কোট করা পনির গুলো হালকা করে দু পিঠ ভেজে তুলে রাখতে হবে।

  5. 5

    👉পেঁয়াজ,ক‍্যপসিকাম,টমেটো ধুয়ে চৌকৌ করে কেটে নিয়ে,পেয়াজের পাপড়ি গুলো খুলে একটা একটা করে আলাদা করে রাখতে হবে।

  6. 6

    👉কড়াইয়ে বাকী তেল দিয়ে গরম করে তাতে কুচানো রসুন ফোরন দিয়ে তাতে একে একে চৌকৌ পেয়াজ,ক‍্যাপসি,টমেটো দিয়ে দিতে হবে।

  7. 7

    👉আন্দাজ মতো নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে পেয়াজ গুলো একটু নরম করে নিতে হবে।

  8. 8

    👉তারপর ঢাকা সরিয়ে একে একে সেজুয়ান সস,সোয়াসস,রেডচিলিসস মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে।

  9. 9

    👉এরপর ভাজা পনির দিয়ে দিতে হবে
    কড়াই এ, মিশিয়ে নিতে হবে হালকা হাতে।

  10. 10

    👉১চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে কড়াইয়ে ঢেলে মিশিয়ে নিয়ে,গুড়ানো জায়ফল ছড়িয়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরী চিলি পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

মন্তব্যগুলি

Similar Recipes