হাক্কা চাউমিন এর সাথে চিলি চিকেন (hakka chow mein with chilli chicken recipe in Bengali)

Shewli Saha
Shewli Saha @Shewli_S

হাক্কা চাউমিন এর সাথে চিলি চিকেন (hakka chow mein with chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
1জন
  1. প্যাকেটচাউমিন একটা
  2. 1/2 কিলোগ্রামচিকেন
  3. 4 টেপেঁয়াজ
  4. 6/8 কোয়ারসূন
  5. 1 টুকরোআদা
  6. 4টেবিল চামচ দই
  7. প্রয়োজন অনুযায়ীলাল ফুড কালার
  8. 6/8 টাবিন্ স, বাঁধা কপি, ক্যাপ্সিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা,
  9. 4 টেডিম
  10. 2টেবিল চামচ ভিনিগার, 2টেবিল চামচ সয়া শস্, 2টেবিল চামচ চিলি শস্
  11. 4টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  12. 2টেবিল চামচ সেজওয়ান শস্
  13. 1 চা চামচকালো আর সাদা মরীচ
  14. 2টেবিল চামচ চিলি চিকেন মশলা
  15. 1 টা লেবুর রস
  16. স্বাদমতোনুন
  17. 1 কাপতেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে একটা পাত্রে জল গরম করে চাউমিন সেদ্ধ করে নিতে হবে একটু নুন আর তেল দিয়ে

  2. 2

    2পিস চিকেন লেবুর রস, কালো মরিচ আর নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 1/2 ঘন্টা

  3. 3

    এবার একটা ফ্রাইপ্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে চিকেন টা ভেজে নিয়ে আলাদা রাখতে হবে

  4. 4

    এবার ওতে আরও 1চামচ তেল দিয়ে 2টো রসূনের কোয়া আর একটা টূকরো আদা কেটে ফোড়ন দিয়ে 2টো পেঁয়াজ কেটে দিয়ে দিতে হবে, একটূ নেড়ে বাকি সবজি বিনস, বাঁধা কপি দিয়ে ভাজতে হবে নুন দিয়ে

  5. 5

    এবার 2টো ডিম ভেঙে দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে একসাথে মিশিয়ে নিতে হবে

  6. 6

    এবার সেদ্ধ করা চাউমিন, চিকেন, সাদা আর কালো মরিচ, সব রকম শস্, ক্যাপ্সিকাম দিয়ে টস্ করে ভাজতে হবে

  7. 7

    এবার আগূন নিভিয়ে ওপরে পেঁয়াজ পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে

  8. 8

    এবার চিলি চিকেন এর পদ্ধতি

  9. 9

    চিকেন এর পিস গূলো আদা রসূন বাটা, দই, 2টো ডিম, ভিনিগার, সয়া শস্, নুন, ফুড কালার আর কর্ণ ফ্লাওয়ার দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে

  10. 10

    এবার ফ্রাইপ্যানে তেল গরম করে চিকেন এর পিস গূলো ভেজে নিতে হবে

  11. 11

    এবার তেলে 2/4টে রসূন আর এক টুকরো আদা কেটে দিয়ে একটু ভেজে বড়ো করে কাটা পেঁয়াজ, ক্যাপ্সিকাম গূলো দিয়ে 1মিনিট ভেজে চিকেন এর পিস গূলো দিয়ে গ্যাস বাড়িয়ে ভাজতে হবে

  12. 12

    এবার সব রকম সশ্ আর চিলি চিকেন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে

  13. 13

    এবার কর্ণ ফ্লাওয়ার একটু রসূন এর জলে গূলে ওর মধ্যে ঢেলে দিতে হবে

  14. 14

    2মিনিট পরে গ্যাস বন্ধ করে পেঁয়াজ পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে চাউমিন এর সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shewli Saha
Shewli Saha @Shewli_S
Myself Shewli Saha.. Cooking is my passion n I love trying new recipes always.. I use to participate in many cookery competition n shows.. I use to cook multi cuisine dishes..
আরও পড়ুন

মন্তব্যগুলি (3)

Similar Recipes